ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনী জুটিতে ১১৪ রান সংগ্রহ করেছিল। উইকেটের ফেলানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায় ইংলিশ বোলাররা। লেগস্পিনার আদিল রশিদ ব্রেক থ্রু এনে জাদরানকে ২৪ রানে আউট করেন। এরপর আরও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানিস্তান।
ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে ১১৪ রানের জুটি ভাঙেন আদিল রশিদ। ১১৬ রানে আবারও আফগান শিবিরে আঘাত হানেন ইংলিশ লেগ স্পিনার। এবার রহমত শাহকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রশিদ। ১২২ রানের মাথায় মারকুটে ওপেনার গুরবাজকে রান আউট করেন ইংলিশরা। মাত্র ৫৭ বলে ৮টি চার ও ৪টি ছয়ে ৮০ রানের ক্যামিও খেলেন আফগান ওপেনার।
মন্তব্য করুন