২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট ধরে রেখেছে আফগানরা। ৯১ রানের মধ্যে ইংলিশদের ৪ উইকেট তুলে নিয়েছে আফগানিস্তান।
দিল্লিতে আফগানিস্তানের ২৮৪ রানের জবাবে ব্যক্তিগত দুই রানে ফেরেন ওপেনার জনি বেয়ারেস্টো। ৩১ রানের জুটি গড়ে ১১ রানে মুজিবের বলে বোল্ড আউট হন জো রুট। দলীয় ৬৮ রানে আরেক ওপেনার ডেভিড মালানও ৩২ রানে নবীর বলে সাজঘরে ফিরে যান। ৯১ রানের মাথায় অধিনায়ক বাটলারকে বোল্ড করে বড় আঘাত হানেন নাভিন উল হক।
মন্তব্য করুন