ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্স একেবারেই নাজেহাল। আফগানিস্তানকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৫ পরাজয়ে ব্যর্থতার তলানিতে ঠেকেছে টাইগার শিবির। নিজেদের শেষ ম্যাচে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হারায় স্তব্ধ পুরো জাতি। এর পরিপ্রেক্ষিতে দুপুরে দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
কলকাতায় বাংলাদেশ দলের টিম হোটেলে তাজ বেঙ্গলে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আলোচনা হবে টাইগারদের এমন বাজে ব্যাটিং এবং আসরে আগামী তিন ম্যাচের পরিকল্পনা।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুপুরে টিম হোটেলে আসেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব।’
জালাল ইউনুস আরও জানান, ‘আমাদের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে। তাই বিশ্বকাপ চলাকালে দলের পারফরম্যান্স পর্যালোচনা করা এবং এর নিরিখে যথাযথ ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা নেই। আগে বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।’
মন্তব্য করুন