স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ?

কাদের দেখা যাবে এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে? ছবি : সংগৃহীত
কাদের দেখা যাবে এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে? ছবি : সংগৃহীত

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটা বেশ সম্ভাবনাময়ই হতে যাচ্ছে। একদিনের ক্রিকেটে সুখস্মৃতির সঙ্গে বাংলাদেশের সখ্যতা অনেক আগে থেকেই। তার ওপর উপমহাদেশীয় কন্ডিশন। সব মিলিয়ে বড় কিছু অর্জনের লক্ষ্যেই ভারতে পা রাখবে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপের চার মাসেরও কম বাকি। ভারতের মাটিতে হতে যাওয়া ক্রিকেটীয় এই মহাযজ্ঞের জন্য স্কোয়াড নির্বাচনে ব্যস্ত দলগুলো। ব্যক্তিক্রম নয় বাংলাদেশও। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কারা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এখন দেখার পালা, ১৫ জনের স্কোয়াড থেকে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ ঠিক কেমন হয়।

বলা যায়, দুএকটা জায়গা বাদ দিয়ে বাংলাদেশের দল প্রায় চূড়ান্ত। সেই দুএকটা জায়গার জন্য আফগানিস্তান সিরিজে কয়েকজনকে নিয়ে চলবে পরীক্ষা-নিরীক্ষা। আগে থেকে আভাস দিয়ে রেখেছিল নির্বাচক প্যানেল থেকে টিম ম্যানেজমেন্ট। অতি নাটকীয় কিছু না হলে ইনিংস শুরুর দায়িত্বটা সামলাবেন তামিম ইকবালই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বও দেবেন এই বাঁহাতি ওপেনার। তামিমের সঙ্গে ওপেনিংয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই থাকছেন লিটন দাস।

এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্ত। টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে চলতি বছর বলতে গেলেই সব ফরম্যাটে রানবন্যা বইয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই তিন নম্বরে তাই জায়গাটা এক প্রকার থিতুই হয়ে গিয়েছে শান্তর জন্য।

২০১৯ বিশ্বকাপে নাম্বার তিনে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান। তবে এবার চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। পাঁচ নম্বরে শেষ কয়েকটা সিরিজে দুর্দান্তই খেলেছেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত বেশ ভালোভাবেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। সামনের সিরিজগুলোতে কোনো বড় ধরনের অঘটন না ঘটলে পাঁচ নম্বর জায়গাটা একেবারে পাকাই বলা যায়।

ছয়ে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে নতুন ব্যাটিং রোলে সফল হওয়ায় বিশ্বকাপেও ছয় নম্বরে দেখা যেতে পারে এই উইকেট-কিপার ব্যাটারকে।

বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনে সাত নম্বরের জন্য বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এই একটি জায়গার জন্য লড়াইয়ে আছেন বেশ কিছু ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছেন আফিফ হোসেন।

তবে আফিফের মতো এই পজিশনে বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি। আবার কোচ চন্ডিকা হাতুরুসিংহে এই জায়গায় সৌম্য সরকার কিংবা শেখ মেহেদী হাসানকেও বাজিয়ে দেখছেন।

আট নম্বরের জন্য অটোমেটিক চয়েস মেহেদী হাসান মিরাজ। যদিও মাঝে মাঝে সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা খারাপ করেন না। তবে বিশ্বকাপের মঞ্চে মিরাজকে হয়তো আটেই খেলাবে টিম ম্যানেজমেন্ট। আবার কখনো সঙ্গেও হতে পারে।

একাদশে বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে থাকবে ৫ পেসার ও ১ স্পিনার। তবে একাদশে সাকিব আর মিরাজ থাকায় বাড়তি আরেকজন স্পিনার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমই বলা চলে। তাই তাসকিনের পাশাপাশি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদকে দেখা যেতে পারে একাদশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১০

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১১

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১২

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৩

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৪

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৬

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৭

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৮

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৯

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

২০
X