স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ?

কাদের দেখা যাবে এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে? ছবি : সংগৃহীত
কাদের দেখা যাবে এবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে? ছবি : সংগৃহীত

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটা বেশ সম্ভাবনাময়ই হতে যাচ্ছে। একদিনের ক্রিকেটে সুখস্মৃতির সঙ্গে বাংলাদেশের সখ্যতা অনেক আগে থেকেই। তার ওপর উপমহাদেশীয় কন্ডিশন। সব মিলিয়ে বড় কিছু অর্জনের লক্ষ্যেই ভারতে পা রাখবে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপের চার মাসেরও কম বাকি। ভারতের মাটিতে হতে যাওয়া ক্রিকেটীয় এই মহাযজ্ঞের জন্য স্কোয়াড নির্বাচনে ব্যস্ত দলগুলো। ব্যক্তিক্রম নয় বাংলাদেশও। ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কারা, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এখন দেখার পালা, ১৫ জনের স্কোয়াড থেকে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ ঠিক কেমন হয়।

বলা যায়, দুএকটা জায়গা বাদ দিয়ে বাংলাদেশের দল প্রায় চূড়ান্ত। সেই দুএকটা জায়গার জন্য আফগানিস্তান সিরিজে কয়েকজনকে নিয়ে চলবে পরীক্ষা-নিরীক্ষা। আগে থেকে আভাস দিয়ে রেখেছিল নির্বাচক প্যানেল থেকে টিম ম্যানেজমেন্ট। অতি নাটকীয় কিছু না হলে ইনিংস শুরুর দায়িত্বটা সামলাবেন তামিম ইকবালই। এবারের বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বও দেবেন এই বাঁহাতি ওপেনার। তামিমের সঙ্গে ওপেনিংয়ে কোনো রকম দ্বিধা ছাড়াই থাকছেন লিটন দাস।

এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্ত। টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে চলতি বছর বলতে গেলেই সব ফরম্যাটে রানবন্যা বইয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাই তিন নম্বরে তাই জায়গাটা এক প্রকার থিতুই হয়ে গিয়েছে শান্তর জন্য।

২০১৯ বিশ্বকাপে নাম্বার তিনে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন সাকিব আল হাসান। তবে এবার চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। পাঁচ নম্বরে শেষ কয়েকটা সিরিজে দুর্দান্তই খেলেছেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত বেশ ভালোভাবেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। সামনের সিরিজগুলোতে কোনো বড় ধরনের অঘটন না ঘটলে পাঁচ নম্বর জায়গাটা একেবারে পাকাই বলা যায়।

ছয়ে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে নতুন ব্যাটিং রোলে সফল হওয়ায় বিশ্বকাপেও ছয় নম্বরে দেখা যেতে পারে এই উইকেট-কিপার ব্যাটারকে।

বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনে সাত নম্বরের জন্য বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এই একটি জায়গার জন্য লড়াইয়ে আছেন বেশ কিছু ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছেন আফিফ হোসেন।

তবে আফিফের মতো এই পজিশনে বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি। আবার কোচ চন্ডিকা হাতুরুসিংহে এই জায়গায় সৌম্য সরকার কিংবা শেখ মেহেদী হাসানকেও বাজিয়ে দেখছেন।

আট নম্বরের জন্য অটোমেটিক চয়েস মেহেদী হাসান মিরাজ। যদিও মাঝে মাঝে সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা খারাপ করেন না। তবে বিশ্বকাপের মঞ্চে মিরাজকে হয়তো আটেই খেলাবে টিম ম্যানেজমেন্ট। আবার কখনো সঙ্গেও হতে পারে।

একাদশে বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে থাকবে ৫ পেসার ও ১ স্পিনার। তবে একাদশে সাকিব আর মিরাজ থাকায় বাড়তি আরেকজন স্পিনার নিয়ে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমই বলা চলে। তাই তাসকিনের পাশাপাশি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদকে দেখা যেতে পারে একাদশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১০

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১১

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১২

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৪

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৫

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১৬

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১৭

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

১৮

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

১৯

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

২০
X