ওপেনার জাকির হাসানের আউটের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট ম্যাচ খেলতে নামলেও টি-টোয়েন্টি মেজাজে চার-ছক্কা হাঁকাতে শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। দলীয় ৯২ রানের মাথায় ৩৭ রানে আউট হন শান্ত।
ক্রিজে আসার পর নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের ওপর চড়াও হন বাংলাদেশ অধিনায়ক। এই কিউই স্পিনারকে তিনটি ছক্কায় গ্যালারিতে ফেলেন শান্ত। আরেক স্পিনার গ্লেন ফিলিপসকে সেই ‘ছক্কা’ মারতে গিয়েই লেগ অনে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ২ চার ও ৩ ছকায় ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক।
এর আগে এজাজ প্যাটেলের ভয়ংকর এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। তার বিদায়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হয় ব্ল্যাক ক্যাপসরা। ইনিংসের ১৩তম ওভারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি এই ওপেনার।
মন্তব্য করুন