রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কিছু না করেই দলে সৌম্য, বিস্মিত নিজেই

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ঘোষিত স্কোয়াডের একটি নাম দেখে চোখ কপালে উঠে যায় সবার। সাম্প্রতিক সময়ের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান ঘটাতে শুরু করেন অনেকে। নিশ্চিত হওয়ার চেষ্টার সেই ক্রিকেটার নিকট অতীত কি এমন পারফরম্যান্স করেছেন, যে তাকে জাতীয় দলের ডাকতে হবে।

পুরোটাই পণ্ডশ্রম। বলার মতো কোনো পারফরম্যান্স খুঁজে পাওয়া গেলও না সৌম্য সরকারের। এরপর নিউজিল্যান্ডগামী বিমানে উঠতে যাচ্ছেন তিনি। এখানেই শেষ নয়, দল ঘোষণার প্রায় এক ঘণ্টা পর তার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি নিজেই অবাক হয়ে বলেন, আপনার কাছ থেকেই জানলাম।’ প্রায় নয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সৌম্য সরকারের। এরপরও ফর্মহীনতার কারণে বারবার দল থেকে বাদ পড়ায় মাত্র ১৬ টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৭২টি টি–টোয়েন্টি ম্যাচ দেখাচ্ছে তার ক্যারিয়ারের পরিসংখ্যানে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

বাংলাদেশ হেড কোচ হিসেবে প্রথম মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যর শুরুটা দেখেছেন। নিজের দিনে কী অবলীলায় যে কোনো বোলিংকেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে এই বাঁহাতি ব্যাটারের। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে এসেও সেই সৌম্যকেই এগিয়ে রাখছেন তিনি। কালেভদ্রে সৌম্যর ব্যাট থেকে রান দেখে বাংলাদেশ। তাই তো বারবার বাংলাদেশ দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন তিনি। মাঝখানে কী করেছেন, এম প্রশ্নে সৌম্যর দাবি, খুব একটা খারাপ করেননি। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৮ রান করেন। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপে একাধিক ইনিংসে ভালো শুরুর পরও আউট হয়ে যান দ্রুত। তবে অতীত নিয়ে আর ভাবতে চান না সৌম্য। নতুন করে পাওয়া সুযোগটা নষ্ট করতে চান না তিনি। নিউজিল্যান্ডের ফাস্ট বাউন্সি উইকেটে অনেকের চেয়ে রেকর্ড ভালো বাঁহাতি এই ব্যাটারের। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ২০ রান।

সদ্য শেষ হওয়ার ভারত বিশ্বকাপের আগেও উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স ছিল না সৌম্যর। তবু আলোচনায় চলে আসা সৌম্য সরকারের শেষ পর্যন্ত জায়গা হয়নি বিশ্বকাপ দলে। আর বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ওপেনাররা। তাই তো ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। এখন দেখার বিষয় নিজেকে মেলে ধরতে পারেন কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১০

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১১

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১২

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৩

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১৪

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৬

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৭

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

১৮

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

১৯

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

২০
X