জয়ের জন্য পূর্বাঞ্চলের দরকার ছিল ৭ উইকেটে ৪১ রান। দিনের প্রথম ঘণ্টায় সেটা পেরিয়ে গেছে তারা। ৩৭ বলে লক্ষ্যে পৌঁছে যায় তারা। মধ্যাঞ্চলের বিপক্ষে দারুণ জয়ে বিসিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল পূর্বাঞ্চল। দুই ইনিংসে চারটি করে ৮ উইকেট নিয়ে যৌথভাবে ইয়াসির আলীর সঙ্গে ম্যাচসেরা হন নাঈম আহমেদ।
দিনের অপর ম্যাচে মার্শাল আইয়ুব-প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে ড্রয়ে সন্তুষ্ট থেকেছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের ৩২১ রানের বিশাল লিড তাড়ায় শুরু থেকে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। প্রথম চার ব্যাটারই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। মিডল অর্ডারে মার্শাল ও শেষ দিকে মঈন খানের অপরাজিত ২৯ রানে চড়ে ম্যাচ ড্র করে তারা। একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা উত্তরাঞ্চলের নাহিদুল ইসলাম। এ ছাড়াও বড় লিগের পথে দলটির হয়ে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ আল মামুন।
বিসিএলের দুই রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে পূর্বাঞ্চল, উত্তর ও দক্ষিণের পয়েন্ট ৪ করে। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে মধ্যাঞ্চল।
মন্তব্য করুন