ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:১৫ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দলে না থাকা তামিম কেন তদন্তের মুখে!

তামিম ইকবাল। পুরোনো ছবি
তামিম ইকবাল। পুরোনো ছবি

ভারত বিশ্বকাপে মাত্র দুটি জয়, নেদারল্যান্ডসের কাছে হার—এমন হতাশাজনক পারফরম্যান্স মানতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। তাদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন ক্রিকেটার, কোচ, নির্বাচক এমনকি বোর্ড কর্তারাও। তবু এ নিয়ে বেশ কিছুদিন চুপ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ শেষ ম্যাচ খেলার ১৮ দিন পর, তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

শুরুতে ব্যর্থতার তদন্তের কথা বলা হলেও, পরে জানানো হয় এটি বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটি। বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে বিশেষ কমিটির অন্য আরও দুই সদস্য হলেন মাহবুবুল আনাম ও আকরাম খান। জানা গেছে, নিজেদের কাজ প্রায় শেষ করে এনেছে এই বিশেষ কমিটি।

তবে শেষ মূহূর্তে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া তামিম ইকবালের সঙ্গে কথা বলতে চাইছেন তারা। ব্যক্তিগত সফরে দুবাই গিয়েছিলেন তামিম। আজ (বুধবার) তার ঢাকায় ফেরার কথা। ফলে যে কোনো সময় বিশেষ কমিটির মুখোমুখি হবেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না, তার সঙ্গে কেন কথা বলতে চাইছে বিসিবির বিশেষ কমিটি।

কমিটির সদস্যরা মনে করছেন, বিশ্বকাপ ব্যর্থতার সঙ্গে তামিমের হঠাৎ অবসরের সম্পর্ক থাকতে পারে। গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে চট্টগ্রামে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপে একদিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

যদিও পরে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। গুঞ্জন রয়েছে এর পেছনে হাত রয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের। কমিটির ধারণা বিশ্বকাপ দল তার বাদ পড়ার ইস্যু ক্রিকেটারদের মনোযোগ বিচ্যুতির কারণ হতে পারে। গত এক মাসেরও বেশি সময় ধরে বিশেষ কমিটি কথা বলেছে, বিশ্বকাপের দলের সঙ্গে থাকা সবার সঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে বাকি কেবল বিশ্বকাপ দলের অধিনায়ক সাকিব। ১০ ডিসেম্বর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে বিশেষ কমিটি। সূত্র বলছে, কোচের কাছে জানতে চাওয়া হয়, এমন কী ঘটেছিল যে, কাউকে কিছু না জানিয়ে আন্তর্জাতিক সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম?

এমন প্রশ্নের প্রধান কোচের জবাব ছিল, এ বিষয়ে তামিমই ভালো বলতে পারবেন। এরপরই বিশ্বকাপে দলে না থাকা তামিমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় বিশেষ কমিটি। আর এই কারণে বিশ্বকাপ ব্যর্থতার তদন্তে ডাক পড়েছে তামিম ইকবালের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

মাদারীপুরে রণক্ষেত্র

১০

ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো-২০২৬ শুরু

১১

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১২

ব্যাংকের কিস্তি পরিশোধ বন্ধের ঘোষণা দেশের মোবাইল ব্যবসায়ীদের

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি, অভিযুক্ত পলাতক

১৪

নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতই পুলিশের লক্ষ্য : আইজিপি

১৫

জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্যবিমোচন সম্ভব : ধর্ম উপদেষ্টা 

১৬

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

১৭

বাসস চেয়ারম্যানের উদ্যোগে পাইকগাছায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

১৮

জবির দুই নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, থানায় জিডি

১৯

ভারত-বাংলাদেশ ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে যা বলল বিসিবি

২০
X