ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল দল পর্যালোচনা

তারকাতে পরিপূর্ণ দল নিয়ে এবার শিরোপায় চোখ রংপুরের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানের ক্রিকেট প্রেক্ষাপটে একমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটই যে বোর্ডগুলোর জন্য টাকা নিয়ে আসছে এটা আর বলার অপেক্ষা রাখে না। ধুঁকতে থাকা ক্রিকেটে দর্শকদের দেখা একমাত্র টি-টোয়েন্টিতেই পাওয়া যায়। তাই বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ডই এখন ঝুঁকছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আরও কয়েকটি থাকলেও ক্রিকেট ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ শুধু একটিই টুর্নামেন্টই সেটি হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ার কারণে এবার এই টুর্নামেন্ট ঘিরে আকর্ষণও বেশি। আজ থেকে শুরু হচ্ছে এবারের বিপিএলের আসর। সাত ফ্রাঞ্চাইজি দল নিয়ে হওয়া এই আসর শেষ হবে পহেলা মার্চ। আসর শুরু হওয়ার আগে জেনে নেওয়া যাক বিপিএলের দলগুলো সম্পর্কে। সপ্তম ও শেষ পর্বে থাকছে রংপুরের দল রংপুর রাইডার্স সম্পর্কে।

উত্তরের দলটি বিপিএলের প্রথম আসরে ছিল না। ২০১৩ সালে রংপুর রেঞ্জার্স নামে বিপিএলে আসে তারা। দলটির এ পর্যন্ত সাফল্য বলতে বিপিএলের পঞ্চম আসরে শিরোপা জয়। বিপিএলে হওয়া নয় আসরের মধ্যে তাদের অংশগ্রহণ সাতটিতে। সর্বশেষ সংস্করণে তারা তৃতীয় স্থান লাভ করে তাই এবার তাদের লক্ষ্য শিরোপা ঘরে তোলার। সেই লক্ষ্যে বেশ শক্তিশালী দল তৈরি করেছে বসুন্ধরার মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি।

দলভর্তি বিদেশি তারকারা থাকলেও দলটির প্রধান কোচ সোহেল ইসলামের আস্থা স্থানীয়দের ওপর, ‘আমাদের দলে অনেক তারকা আছে ঠিকই, তবে আমরা সেভাবে ভাবতে চাই না। বড় খেলোয়াড় এলে ভালো। কিন্তু টুর্নামেন্ট জিততে হলে স্থানীয়দের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ।’

রংপুরের সেই পরীক্ষায় অবশ্য নামতে হবে আগামীকালই। মিরপুরে আগামীকাল বরিশালের বিপক্ষে নামবে তারা। রংপুরকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। যদিও স্কোয়াডে বিশ্বসেরা অলরাউন্ডার ও টাইগার দলপতি সাকিব আল হাসান রয়েছেন। সাকিব থাকার পরেও সোহানকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরাও শুরুতে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছে না। তাই নুরুল হাসানকে এই বছরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’

সাকিবের চোখের সমস্যা নিয়েও ভাবতে হচ্ছে রংপুরকে। চিকিৎসক দেখাতে এখন তিনি লন্ডনে। তবে তাকে প্রথম ম্যাচের আগেই পাওয়ার ব্যাপারে আশাবাদী ইশতিয়াক সাদেক, ‘সাকিবের বাংলাদেশে যা এসেছিল, লন্ডনেও একই রিপোর্ট এসেছে। তার চোখে ফ্লুইড (তরল পদার্থ) জমেছে। আশা করি, বড় কোনো সমস্যা হবে না। একটু বিশ্রাম, চাপমুক্ত থাকলেই ঠিক হয়ে যাবে। সে ১৮ তারিখ ফিরবে। প্রথম ম্যাচ থেকেই তাকে পাচ্ছি।’

সাকিব ছাড়াও দলটিতে তারকার ছড়াছড়ি রয়েছে। বিদেশি ক্রিকেটার রয়েছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা লঙ্কান ফাস্ট বোলার মাতিশা পাতিরানা,দুর্দান্ত লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের বাবর আজম ও এহসানউল্লাহ, ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং খেলবেন রংপুরে। গতবার রংপুরের হয়ে খেলে যাওয়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকেও ধরে রেখেছে রংপুর। বিদেশি খেলোয়াড়দের প্রায় প্রত্যেকেই আছেন দারুণ ছন্দে। স্থানীয়দের মধ্যে পরিচিত মুখ হিসেবে রয়েছে গত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রনি তালুকদার। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে দারুণ বোলিং করা শেখ মেহেদী হাসানও আছেন। জাতীয় দলের আরেক নিয়মিত মুখ হাসান মাহমুদ ছিলেন গত মৌসুমে বিপিএলের সর্বোচ্চ উইকেট (২২) শিকারি বোলার।

এত তারকার মেলায় এবার শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছে না রংপুর।

একনজরে রংপুর রাইডার্স

স্থানীয় ক্রিকেটার

সাকিব আল হাসান, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

বিদেশি ক্রিকেটার

আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, বাবর আজম, এহসানউল্লাহ, মাতিশা পাতিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ।

অধিনায়ক: নুরুল হাসান

কোচ: সোহেল ইসলাম

গত বিপিএলে অবস্থান: তৃতীয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

১০

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

১১

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

১২

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১৪

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১৫

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১৬

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১৭

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

১৮

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

১৯

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

২০
X