এক দিন বিরতির পর ঢাকা ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে আবার মাঠে গড়িয়েছে বিপিএলের দশম আসর। আজ দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের বরিশালের মুখোমুখি এনামুল হক বিজয়ের খুলনা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা।
দুদলই অবশ্য আসরের শুরুটা ভালোভাবেই করেছে। তামিমের বরিশাল প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে, অন্যদিকে খুলনা ৪ উইকেটে জিতেছে চট্টগ্রামের বিপক্ষে। দুদলেরই লক্ষ্য এখন টানা দ্বিতীয় জয়।
শক্তি আর অভিজ্ঞতায় যদিও বরিশাল এগিয়ে থাকবে। অন্যদিকে অভিজ্ঞতার বিচারে কিছুটা পিছিয়ে থাকলেও শক্তির বিচারে পিছিয়ে রাখা যাচ্ছে না খুলনাকে। দলে আছেন বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট। দুদলের এই লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম ও ওশান থমাস।
মন্তব্য করুন