সিলেটকে হারিয়ে টানা দুবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবার মিশনে উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকার কাছে হারের স্বাদ পেয়েছে বর্তমান শিরোপাধারীরা। প্রতিযোগিতায় প্রথম জয়ের খোঁজে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে কুমিল্লা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস।
নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসেন কুমিল্লার পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ রিজওয়ান। উইকেটকিপার ব্যাটারকে নিয়েই একাদশ সাজিয়েছে কুমিল্লা। দলটিতে আরেকটি পরিবর্তন হল মুশফিক হাসানের জায়গায় অ্যালিস আল ইসলাম। অন্যদিকে বরিশালও দুটি পরিবর্তন এনেছে একাদশে। রকিবুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি আর ইব্রাহিম জাদরানের পরিবর্তে এসেছেন প্রীতম কুমার।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), প্রিতম কুমার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, দুনিথ ভেল্লালাগে, খালেদ আহমেদ, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ ইমরান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মোহাম্মদ রিজওয়ান, রোস্টন চেজ, খুশদিল শাহ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড ও অ্যালিস আল ইসলাম।
মন্তব্য করুন