কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের আঘাতে দুশ্চিন্তায় চেন্নাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হতে বাকি মাসখানেক। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের অনুশীলনে মাথায় আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই তারকা ক্রিকেটার। এতে মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কাটার মাস্টারের দল চেন্নাই সুপার কিংস।

গত ১৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কুমিল্লার নেটসেশনে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। বল করার জন্য উল্টো দিকে রানআপ স্পটে ফিরছিলেন দ্য ফিজ। কিছু বুঝে ওঠার আগে পাশে নেট থেকে একটি বল আঘাত করে তার বাঁ কানের ওপরের দিকে।

দূরত্বের কারণে বলের গতি কম থাকলেও সিমের আঘাতে মাথার ওপরের অংশের চামড়া কেটে যাওয়ায় রক্তপাত হয়। দ্রুত তাকে নেওয়া হয় কাছে হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বিদপমুক্ত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে কেটে যাওয়া স্থানে ৫টি সেলাই লেগেছে।

চোট পাওয়া মোস্তাফিজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেদের দুশ্চিন্তার কথা জানায় চেন্নাই। বাংলাদেশের জার্সি পরা মুস্তাফিজের ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

ক্যাপশনে তারা লিখেছে, ‘দ্রুত সেরে উঠুন, ফিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ এরপর স্ট্যাটাসের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। মার্চের শেষ সপ্তাহে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। গত ডিসেম্বরে দুবাইয়ে মিনি নিলামে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় ধোনীর চেন্নাইই।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে ঢাকায় আছেন কাটার মাস্টার। যোগ দিয়েছেন তার দল কুমিল্লার টিম হোটেলে। গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জানান মুস্তাফিজের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়েছে।

এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। ফিট টু ফ্লাই বা ভ্রমণের জন্য সুস্থ... ছাড়পত্র পাওয়ার পরই হাসপাতাল থেকে ঢাকার টিম হোটেলে নেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

ম্যাচের ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে তার দল কুমিল্লা। এবারের বিপিএলের শেষ ভাগ মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কুমিল্লা। ৯ ম্যাচে ৯ দশমিক পাঁচ ছয় এবারের বিপিএলে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১০

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১১

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১২

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

১৩

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

১৪

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

১৫

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

১৬

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

১৭

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

১৮

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

১৯

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

২০
X