স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ বাঁচানোর মিশন টাইগারদের

টস চলাকালীন একটি চিত্র। ছবি : সংগৃহীত
টস চলাকালীন একটি চিত্র। ছবি : সংগৃহীত

ইনজুরি, জাতীয় নির্বাচন আর চোখের সমস্যা, মূলত এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগের দিন দলের অনুশীলনে যোগ দেন তিনি। স্বাভাকিবভাবে তিনি এখন টাইগারদের মধ্যমনি।

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক ছিলেন তিনি। মাঝের এই সময়ে বদলে গেছে অনেক কিছু। টাইগারদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনের প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন সাকিব।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ নিক পোথাস। সাকিবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে তাকে।

বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার (২৯ মার্চ) ব্যাটিং-বোলিং ব্যাটিং-বোলিং অনুশীলন না করলেও ফিটনেস ও ফিল্ডিং করেছেন তিনি।

লম্বা সময় পর টেস্টে ক্রিকেটে তার ফেরাটা দলকে উজ্জীবিত করছে বলে জানান নিক পোথাস। তিনি বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

বিশ্বকাপে পড়েন ইনজুরিতে। এরপর ভুগছিলেন চোখের সমস্যায়। তবে বিশ্রাম নিয়ে মাঠে ফেরা বিশ্ব অলরাউন্ডারকে পুরোপুরি সুস্থ মনে হয়েছে পোথাসের, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিব ফেরায় পাল্টাতে হবে দলের সমন্বয়। একাদশে পরিবর্তন আসতে এটা নিশ্চিত। তবে এ নিয়ে সরাসরি কিছু বলেননি পোথাস, ‘আমরা আগামীকাল (শনিবার) সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

দীর্ঘ বিরতির পর টেস্টে সাকিবের ব্যাটিং কেমন হতে পারে, এ প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘সে যে রকমের পেশাদার ক্রিকেটার, সে জানে, সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। সে জন্যই সে বিশ্বমানের।’ সিলেটে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টম শ্রেণি পাসেই নিজ এলাকায় কাজের সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

গাজায় কখন যুদ্ধ শেষ হবে, ট্রাম্প কী বলছেন

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বুলবুলের চিঠি বৈধ, বিসিবির নির্বাচন হতে বাধা নেই

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

১০

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

১১

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

১২

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১৩

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

১৪

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১৫

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১৬

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

১৭

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

১৮

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

১৯

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

২০
X