গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ শহীদ মাহমুদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আরও দুই বছরের জন্য বিসিবির সঙ্গে কাজ করবেন এই পাকিস্তানী কোচ। এই বছরের মার্চ থেকে আগামী ২০২৬ সালের মার্চ পর্যন্ত থাকবেন তিনি। তবে এবার বেতন প্রায় ৭৫ শতাংশ বেড়েছে তার। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মাসে ৪ হাজার ডলার বেতন পাবেন এই পাকিস্তানি কোচ। তবে আগের মেয়াদে তার বেতন ছিল আড়াই হাজার ডলার। শহিদ মাহমুদ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে বয়সভিত্তিক পর্যায়ের স্পিনার খোঁজেন তিনি। তার অধীনে বর্তমানে ১১ জন উদীয়মান লেগ স্পিনার কাজ করেন।
জাতীয় দলের মতো বিসিবির অন্য বিভাগগুলোতেও প্রচুর কোচের সংকট দেখা দিয়েছে। বিসিবি ‘এ’ দল, হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট, অনূর্ধ্ব-১৯—সবমিলিয়ে প্রায় ৮-১০টি পদে কোচ নিয়োগের কাজ করছে বোর্ড। জানা গেছে, এসব পদের জন্য ইতিমধ্যে কয়েকশ আবেদনপত্র জমা পড়েছে বিসিবিতে। বোর্ডের টেকনিক্যাল বিভাগের পর্যালোচনার পর নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবে বোর্ড।
মন্তব্য করুন