স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ আইপিএল খেললে বাংলাদেশের লাভ নেই : জালাল ইউনুস

মোস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার দেখেন না জালাল। ছবি : সংগৃহীত
মোস্তাফিজের আইপিএল থেকে কিছু শেখার দেখেন না জালাল। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে আছেন তিনি। তবে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে বেশিদিন আর মাঠ মাতাতে দেখা যাবে না তাকে।

দেশের মাটিতে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য মোস্তাফিজকে ২ মে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পহেলা মে চেন্নাইয়ের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে এই কাটার মাস্টারকে।

যদিও অনেকের মত, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজের বদলে ফিজকে আইপিএলে খেলতে দিলেই বেশি লাভবান হবে বাংলাদেশ। বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা এবং ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো কাজে আসতে পারে বলেই বিশ্বাস অনেকের। তবে বিসিবি এই ধারণার সাথে একমত নয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে জানান, মোস্তাফিজ আইপিএল খেললে বাংলাদেশের কোনো লাভ হবে না। আর মোস্তাফিজেরও আইপিএল থেকে শেখার কিছু নেই।

মিরপুরে আজ উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘মোস্তাফিজ আইপিএল খেললে ভালো হতো কোন দিক দিয়ে? মোস্তাফিজের আইপিএল খেলে এখন শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়া শেষ। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক ক্রিকেটার। এতে বাংলাদেশেরও কোনো লাভ হবে না। মোস্তাফিজের কাছাকাছি থেকে অন্যদের লাভ হবে।’

এ ছাড়াও খেলার চেয়ে মোস্তাফিজের ফিটনেস নিয়ে বিসিবি ভাবছে বলে জানান বর্ষীয়ান এই ক্রিকেট কর্তা। তিনি বলেন, ‘আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাদের আছে।’

সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজকে পাঁচ ম্যাচ খেলানো নিয়ে তিনি ইঙ্গিত দেন তাকে দেশে ফিরিয়ে আনা হলেও সব ম্যাচ খেলানো হবে না। তিনি বলেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। এখানে আমরা তার ওয়ার্ক লোড ম্যানেজ করেই খেলাব। কিন্তু আইপিএল থাকলে সেটা হবে না।’

ফ্র্যাঞ্চাইজির চেয়ে জাতীয় দলের চাওয়াটাই যে বড়, সেটাও বুঝিয়ে দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘মোস্তাফিজের জাতীয় দলের ব্যাপারটা আমরা দেখি। বুঝতে পারছি, তাদের মোস্তাফিজকে প্রয়োজন কিন্তু...জাতীয় দলের চাওয়া তো প্রথমে। আপনারা জানেন, ২০২১ সালে আমাদের দুজন ক্রিকেটার আইপিএল খেলে বিশ্বকাপে যোগ দিয়েছিল। তারা ওখানে ক্লান্তি অনুভব করেছিল। তারাও সেটি বলেছে। আমরা ও রকম পরিস্থিতি চাই না।’

সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো ২০ দলের কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী জুনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই সতেজ মোস্তাফিজকে চায় বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘দলের সঙ্গে থাকলে বোঝাপড়া বাড়বে। একটা বিশ্বকাপ, বড় ইভেন্ট হতে যাচ্ছে, এর আগে ক্রিকেটারদের সঙ্গে যাতে থাকতে পারে, যেতে পারে। কারণ, মে মাসেই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি। তাকে তো সেখানে মানিয়ে নিতে হবে। যাওয়ার আগে তো তার ফিট থাকতে হবে। শারীরিকভাবে ফিট থাকতে হবে। ক্লান্তি নিয়ে গেলে সে তো ডেলিভারি করতে পারবে না। তাহলে আমার কী দরকার? আমাকে তার প্রয়োজন। সতেজ মোস্তাফিজ চাই। ক্লান্ত মোস্তাফিজকে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শিক্ষকের বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মুস্তাফিজ ইস্যু : বিসিবিকে ৩ প্রস্তাব দিতে পারে আইসিসি

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য : মাচাদো

এনইআইআর নিয়ে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩২

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

জুলাই আন্দোলনকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর

১০

মেহেরপুর সীমান্ত দিয়ে এক বছরে ৩৭২ জনকে পুশইন

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১২

বন্ধুর বউকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরমব্রত

১৩

দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার

১৪

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১৫

নির্বাচনী তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্বে ইসির ১০ কর্মকর্তা

১৬

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

১৭

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কিনবে সরকার

১৮

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

১৯

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

২০
X