স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে টি-টোয়েন্টি দলে তামিম-ইমন

প্রথমবারের মতো সুযোগ পেয়ছেন তামিম, আর দলে ফিরেছেন ইমন । ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো সুযোগ পেয়ছেন তামিম, আর দলে ফিরেছেন ইমন । ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সিংহভাগ প্রস্তুতি সারবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য রোববার (২৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

১৫ জনের এই স্কোয়াডের মধ্যে কয়েকটি চমক বাদে বেশির ভাগ খেলোয়াড়ই এক প্রকার অটো চয়েজ। চমকের কথা যদি বলতে হয় তাহলে এবারের দলে প্রায় দেড় বছর পর সাইফউদ্দিনের ফেরা সেই সঙ্গে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ওপেনার তানজিদ তামিমের ডাক পাওয়া। সেই সঙ্গে এবারের ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা পারভেজ ইমনের টাইগার দলে ফেরা।

৩ ওপেনার লিটন দাস, তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও জাকের আলী অনিক। ওপেনিংয়ে এই দুই ব্যাটারের উপস্থিতি কিছুটা অবাক করেছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বিষয়টি ব্যাখা করার চেষ্টা করেছেন।

প্রথমবারের মতো জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই ওপেনার বলেন, ‘তানজিদ তামিম খুবই প্রমিজিং এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সে সামর্থ্যে আছে। সেখান থেকে তাকে আমরা যুক্ত করেছি।’

এছাড়াও আরেক বাঁহাতি ওপেনার পারভেজ ইমনকে দলে নেওয়ার কারণ হিসেবে হান্নান বলেন, ‘একটা মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ইমন। এর বাইরে তার খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকেও আমরা দলে যুক্ত করেছি মূলত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।’

এছাড়াও ১৭ দলের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে থাকার পরেও সৌম্য সরকারের দলে না থাকার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি সৌম্যকে। মেডিকেল টিম থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা বুঝতে পারব, সে কী অবস্থায় রয়েছে।’

এ ছাড়াও নির্বাচক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ সাইফউদ্দিনকে ১৮ মাস পর দলে নেওয়ার ব্যাখ্যা করেছেন হান্নান সরকার। এই নির্বাচকের ব্যাখ্যা করে বলেন, ‘আপনারা যদি স্কোয়াডটা দেখেন, তাহলে দেখবেন ৩ ওপেনার ও ৫ মিডল-অর্ডার ব্যাটার আছেন। সব মিলিয়ে ৮ ব্যাটার ও ৩ স্পিনার আছেন দলে। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডানহাতি অফস্পিনার, বাঁহাতি স্পিনার; এর সঙ্গে ৪ পেসার রয়েছেন।’

তিনি আরো যোগ করেন, ‘সাইফউদ্দীনকে আমরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে সেভাবেই খেলানোর পরিকল্পনা রয়েছে। আফিফ হোসেনকে আমরা যুক্ত করেছি। যেহেতু সাকিব (সাকিব আল হাসান) প্রথম তিন ম্যাচে দলে নেই। সেখানে আমরা আফিফকে নিয়েছি। মিডল অর্ডারে বাকি ব্যাটারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই। পেসারদের মধ্যে তানজিম সাকিবও রয়েছে। এছাড়া তাসকিন ও শরিফুল আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

হাসিনা-কামালের রায় নিয়ে যা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

ভারত-বাংলাদেশ নারী সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

ঢাবির জসীম উদ্‌দীন হলের একই রুম থেকে বিসিএস ক্যাডার হলেন ইমতিয়াজ-জাকির 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে যা জানা গেল

নাশকতার পরিকল্পনার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড / এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে : শশী থারুর

সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

১০

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

১১

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১২

শীতে গরম পানি পান করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

১৩

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

১৪

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

১৫

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

১৬

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

১৭

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

১৮

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

১৯

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

২০
X