স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে টি-টোয়েন্টি দলে তামিম-ইমন

প্রথমবারের মতো সুযোগ পেয়ছেন তামিম, আর দলে ফিরেছেন ইমন । ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো সুযোগ পেয়ছেন তামিম, আর দলে ফিরেছেন ইমন । ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সিংহভাগ প্রস্তুতি সারবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য রোববার (২৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

১৫ জনের এই স্কোয়াডের মধ্যে কয়েকটি চমক বাদে বেশির ভাগ খেলোয়াড়ই এক প্রকার অটো চয়েজ। চমকের কথা যদি বলতে হয় তাহলে এবারের দলে প্রায় দেড় বছর পর সাইফউদ্দিনের ফেরা সেই সঙ্গে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ওপেনার তানজিদ তামিমের ডাক পাওয়া। সেই সঙ্গে এবারের ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করা পারভেজ ইমনের টাইগার দলে ফেরা।

৩ ওপেনার লিটন দাস, তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও জাকের আলী অনিক। ওপেনিংয়ে এই দুই ব্যাটারের উপস্থিতি কিছুটা অবাক করেছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বিষয়টি ব্যাখা করার চেষ্টা করেছেন।

প্রথমবারের মতো জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই ওপেনার বলেন, ‘তানজিদ তামিম খুবই প্রমিজিং এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সে সামর্থ্যে আছে। সেখান থেকে তাকে আমরা যুক্ত করেছি।’

এছাড়াও আরেক বাঁহাতি ওপেনার পারভেজ ইমনকে দলে নেওয়ার কারণ হিসেবে হান্নান বলেন, ‘একটা মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ইমন। এর বাইরে তার খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকেও আমরা দলে যুক্ত করেছি মূলত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।’

এছাড়াও ১৭ দলের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে থাকার পরেও সৌম্য সরকারের দলে না থাকার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি সৌম্যকে। মেডিকেল টিম থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা বুঝতে পারব, সে কী অবস্থায় রয়েছে।’

এ ছাড়াও নির্বাচক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ সাইফউদ্দিনকে ১৮ মাস পর দলে নেওয়ার ব্যাখ্যা করেছেন হান্নান সরকার। এই নির্বাচকের ব্যাখ্যা করে বলেন, ‘আপনারা যদি স্কোয়াডটা দেখেন, তাহলে দেখবেন ৩ ওপেনার ও ৫ মিডল-অর্ডার ব্যাটার আছেন। সব মিলিয়ে ৮ ব্যাটার ও ৩ স্পিনার আছেন দলে। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডানহাতি অফস্পিনার, বাঁহাতি স্পিনার; এর সঙ্গে ৪ পেসার রয়েছেন।’

তিনি আরো যোগ করেন, ‘সাইফউদ্দীনকে আমরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে সেভাবেই খেলানোর পরিকল্পনা রয়েছে। আফিফ হোসেনকে আমরা যুক্ত করেছি। যেহেতু সাকিব (সাকিব আল হাসান) প্রথম তিন ম্যাচে দলে নেই। সেখানে আমরা আফিফকে নিয়েছি। মিডল অর্ডারে বাকি ব্যাটারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই। পেসারদের মধ্যে তানজিম সাকিবও রয়েছে। এছাড়া তাসকিন ও শরিফুল আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিইএফএফইউইউজেড কনসোর্টিয়াম চালু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

৩২ পূজামণ্ডপে অনুদান দিলেন ফখরুল ইসলাম

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার 

বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ, জেনে নিন কবে কখন

বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প

পেট ভালো থাকলে মনও ভালো – জানুন কেন এবং কীভাবে

এবারের পূজায় ডি এল রায়ের গানে সংগীতশিল্পী সঞ্চিতা

১০

বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

ইইউর কতজন পর্যবেক্ষক আসবেন জানালেন ইসি সচিব

১২

সারা দেশে কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা উদযাপন পরিষদের উদ্বেগ 

১৩

নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি দিচ্ছেন বিজয়

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসক কেতাবে আছে, সেবায় নেই

১৫

মাশরাফি না কি সাকিব, কে সেরা? জানালেন পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম

১৬

দুর্গোৎসবে আনন্দের মাত্রা বাড়াতে অরূপরতনের গান ‘দেবী দুর্গাবন্দনা’

১৭

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৮

রাজশাহীতে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার 

১৯

এশিয়া কাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ

২০
X