স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার মুখে ভারতীয় সহঅধিনায়ক

হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত
হার্দিক পান্ডিয়া। ছবি : সংগৃহীত

এবারের আইপিএল রীতিমতো দুঃস্বপ্নের মতো কাটছে আসরটির অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সদ্য ঘোষিত ভারতীয় দলের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়ার। টানা হারে রীতিমতো খাদের কিনারায় রোহিত-পান্ডিয়ার দল। সর্বশেষ ম্যাচে লক্ষ্নৌ সুপার জায়ান্টসের কাছে হেরে আইপিএল থেকে বিদায়ের সন্নিকটে মুম্বাই ফ্রাঞ্চাইজি। তবে মঙ্গলবার (৩০ এপ্রিল) একানাতে হারের বড় দুঃসংবাদ পেয়েছে মুম্বাই অধিনায়ক। সেই সঙ্গে আরেকবার এই ভুল হলে নিষিদ্ধও করা হতে পারে তাকে।

লক্ষ্নৌর সাথে ম্যাচে নিয়ম ভাঙার জন্য শাস্তি হচ্ছে মুম্বাই দলের সব খেলোয়াড়েরই। তবে মূল কালপ্রিট হিসেবে মুম্বই দলনায়ক হার্দিক পান্ডিয়াকে ভোগ করতে হবে সবচেয়ে বেশি শাস্তি। শাস্তির সঙ্গে সতর্কও করা হয়েছে ভারতের অলরাউন্ডারকে কেননা ফের যদি একই ভুলের পুনরাবৃত্তি হয় তাহলে জরিমানা দেওয়ার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধও থাকতে হবে।

এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ওভার-রেট বজায় রাখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ, নির্ধারিত সময়ে তারা নিজেদের ২০ ওভারের বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হয়। ফলে ফের স্লো ওভার-রেটেয় দায়ে পড়ে দলটি। মৌসুমে দ্বিতীয়বার নূন্যতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের দায়ে পড়ায় তাদের ক্যাপ্টেন-সহ সব ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়।

দ্বিতীয়বার আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য হার্দিক পান্ডিয়াকে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ রুপি বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩১ লাখ টাকা তা জরিমানা করা হয়। প্রথমবার এমন অপরাধের জন্য তার জরিমানা হয়েছিল ১২ লক্ষ রুপি। অর্থাৎ, এবার জরিমানার অঙ্ক দ্বিগুণ হলো তার।

প্রথমবার অবশ্য মুম্বাই স্লো ওভার-রেটের দায়ে পড়ার সময় শাস্তি হয়েছিল একা হার্দিকের। দলের বাকি খেলোয়াড়রা সেক্ষেত্রে রক্ষা পেলেও এবার আর তা হচ্ছে না। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ মুম্বাইয়ের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ রুপি অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। সুতরাং, দলের বাকি খেলোয়াড়দের তুলনায় ক্যাপ্টেনের শাস্তি হয় চারগুণ।

একই আইপিএল মৌসুমে তৃতীয়বার স্লো ওভার-রেটের দায়ে পড়লে সংশ্লিষ্ট দলের ক্যাপ্টেনের ৩০ লক্ষ রুপি জরিমানার বিধান রয়েছে আইপিএলের আচরণবিধিতে। সেই সঙ্গে ক্যাপ্টেনকে একটি ম্যাচ নিষিদ্ধ করার কথাও উল্লেখ রয়েছে আইপিএলের কোড অফ কন্ডাক্টে। পাশাপাশি সেই দলের সব ক্রিকেটারকে ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ রুপি অথবা ম্যাচ-ফির ৫০ শতাংশ অর্থ খোয়াতে হবে তৃতীয়বার একই অপরাধের জন্য। যার অর্থ, মুম্বাই ইন্ডিয়ান্স যদি আইপিএল ২০২৪-এ ফের স্লো ওভার-রেটের দায়ে পড়ে, তবে একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে হার্দিককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৩৬ ঘণ্টার হরতাল চলছে

নাশতার জন্য সেরা ১২ খাবার

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

১১

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

১৫

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

তারেক রহমানের জন্মদিন আজ

১৮

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ৪

১৯

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০
X