বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০১:১৭ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজদের জন্য ফ্র্যাঞ্চাইজি খুঁজছে এলপিএল

লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম। ছবি : সংগৃহীত
লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম। ছবি : সংগৃহীত

গত পরশু মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয় লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম। পাঁচ দলের মাঠের লড়াই শুরু হয় ১ জুলাই থেকে। কিন্তু দিন না পেরুতেই আসে খারাপ খবর। ম্যাচের ফিক্সিং ও জুয়া আয়োজনের অভিযোগে কলম্বো বিমানবন্দর থেকে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

একই সঙ্গে খবর আছে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের। শঙ্কা তৈরি হয় নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটি কেনা ক্রিকেটারদের নিয়ে। তবে তাদের বিষয়ে সুখবর দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।

বিদেশি আইকন হিসেবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আগেই দলে ভেড়ায় ডাম্বুলা। পরে মঙ্গলবারের নিলাম থেকে দানুশকা গুনাতিলকা, আকিলা ধনাঞ্জয়া, দিলশান মাদুশঙ্কার সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, ইফতিখার আহমেদসহ ২৪ জন ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজটি।

ডাম্বুলা থান্ডার্সের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল হওয়ার অর্থ হচ্ছে এসব ক্রিকেটারদের দলটিতে আর বৈধতা নেই। এখন প্রশ্ন এই ফ্র্যাঞ্চাইজি কেনা এই ক্রিকেটারদের ভাগ্য কী আছে! তারা কি খেলবে পারবে এলপিএল। এ সংশয় কিছুটা দূর করেছে ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ।

এলপিএল কর্তৃপক্ষের কাছে ডাম্বুলার ক্রিকেটারদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন রাখে গণমাধ্যমটি। জবাবে এলপিএলের এক কর্মকর্তা জানান, ‘এলপিএল সূচি মেনেই এগিয়ে যাবে। এলপিএল শুরু হওয়ার আগেই (ডাম্বুলা থান্ডার্সের জন্য) নতুন মালিক খুঁজে নিতে না পারলে আমরাই এই দলটাকে চালাব। অতীতেও আমরা দুটি দল চালিয়েছি, এবারও আমরা আর্থিক এই ক্ষতির ধাক্কাটা মেনে নিতে প্রস্তুত।’

ডাম্বুলা থান্ডার্সসহ এলপিএলে দলের সংখ্যা ৫। এখন লিগটির কর্তৃপক্ষ নিজেরা দল চালাক কিংকা নতুন মালিক পেয়ে যাক, দুই ক্ষেত্রেই বদলে যাবে দলের নাম। তবে বদলাবে না ক্রিকেটারদের তালিকা। ফলে পাঁচ দল নিয়ে ১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের নতুন মৌসুম। যার ফাইনাল হবে ২১ জুলাই।

এবার মোস্তাফিজ ছাড়াও এলপিএলে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। ৫০ হাজার ডলারে ডানহাতি এই ফাস্ট বোলারকে দলে নেয় কলম্বো স্ট্রাইকার্স। তবে নিলামে দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন। আর আগেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে সরাসরি চুক্তি হয় মোস্তাফিজুর রহমানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১০

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১১

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১২

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৪

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

১৫

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১৬

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

১৭

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৮

বিএনপিকে পত্রপল্লবে সজ্জিত করেছেন বেগম খালেদা জিয়া : কায়সার কামাল

১৯

ব্যালেট পেপার হাতে পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা

২০
X