স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:২৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

যে প্রক্রিয়ায় চলছে তাসকিনের সেরে ওঠার মিশন

ছোট রানআপে বল শুরু করেছেন তাসকিন। ছবি : সংগৃহীত
ছোট রানআপে বল শুরু করেছেন তাসকিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের পেস আক্রমণের কথা বলতে গেলে শুরুতেই যে নামটি ওঠে আসে সেটি তাসকিন আহমেদের। তবে সাম্প্রতিক সময়টা ডানহাতি এই পেসারের জন্য যেন বড্ডই অপয়া।

টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার আগে-পরে তাকে ঘিরে আলোচনা থামছে না। তবে এই আলোচনায় নেই কোনো নেতিবাচক বিষয়। মূল আলোচনা হচ্ছে বিশ্বকাপে তাসকিনকে পাওয়া-না পাওয়া নিয়ে। সমর্থকদের জন্য আশার খবর, ধীরে ধীরে সেরে উঠছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক। এমনকি ছোট রানআপে বল করতেও দেখা যাচ্ছে এই স্পিড স্টারকে।

স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগাররা এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ডালাসে। অপ্রত্যাশিত হারের সিরিজ শেষ, আবারও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তবে সেটি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে।

আর সেজন্যই ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ দল। এতদিন দলের সঙ্গে থাকলেও টাইগারদের ব্যাট-বলের অনুশীলনে দেখা যায়নি তাসকিনকে। এবার সবুজ সংকেত পাওয়ার পরেই বল হাতে নেটে হাজির তিনি।

তবে এখনো পূর্ণ গতিতে বোলিং শুরু করেনি তাসকিন। চোট থেকেই সেরে ওঠার লড়াইয়ে থাকা ডানহাতি এই পেসার ফাঁকা স্ট্যাম্পে ছোট রানআপে হাত ঘুরিয়েছেন বেশ কিছুক্ষণ।

তাসকিনকে বিশ্বকাপে পেতে মরিয়া টাইগারদের টিম ম্যানেজমেন্ট। আলাদাভাবে কাজ করছে এই ডানহাতি বোলারকে নিয়ে। যা ফুটে ওঠে ডালাসে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলনে।

মূলত তার শুরুটা হয় থ্রোয়িংয়ের মাধ্যমে। বোলিং স্টাইলে বেশ কিছুক্ষণ থ্রোয়িং করার পর তাসকিনের পরবর্তী গন্তব্য নেট সেশন। এখানেও চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। যেভাবে হোক বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে চায় বাংলাদেশ দল।

এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচে চোটে পড়েন তিনি। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে এক প্রকারের ঝুঁকি নিয়েই তাকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর তাকে খেলানো হবে না বিশ্বকাপের আগের দুই প্রস্তুতি ম্যাচেও। তবে মূল পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। বিসিবির একটি সূত্র জানিয়েছে তাসকিনের এমআরআই রিপোর্ট সন্তোষজনক। আর তাইতো প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১০

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১১

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১২

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৩

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৪

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৫

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৬

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৭

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৮

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৯

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

২০
X