স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৯:২৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

যে প্রক্রিয়ায় চলছে তাসকিনের সেরে ওঠার মিশন

ছোট রানআপে বল শুরু করেছেন তাসকিন। ছবি : সংগৃহীত
ছোট রানআপে বল শুরু করেছেন তাসকিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের পেস আক্রমণের কথা বলতে গেলে শুরুতেই যে নামটি ওঠে আসে সেটি তাসকিন আহমেদের। তবে সাম্প্রতিক সময়টা ডানহাতি এই পেসারের জন্য যেন বড্ডই অপয়া।

টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণার আগে-পরে তাকে ঘিরে আলোচনা থামছে না। তবে এই আলোচনায় নেই কোনো নেতিবাচক বিষয়। মূল আলোচনা হচ্ছে বিশ্বকাপে তাসকিনকে পাওয়া-না পাওয়া নিয়ে। সমর্থকদের জন্য আশার খবর, ধীরে ধীরে সেরে উঠছেন বাংলাদেশ দলের সহঅধিনায়ক। এমনকি ছোট রানআপে বল করতেও দেখা যাচ্ছে এই স্পিড স্টারকে।

স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগাররা এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ডালাসে। অপ্রত্যাশিত হারের সিরিজ শেষ, আবারও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তবে সেটি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে।

আর সেজন্যই ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ দল। এতদিন দলের সঙ্গে থাকলেও টাইগারদের ব্যাট-বলের অনুশীলনে দেখা যায়নি তাসকিনকে। এবার সবুজ সংকেত পাওয়ার পরেই বল হাতে নেটে হাজির তিনি।

তবে এখনো পূর্ণ গতিতে বোলিং শুরু করেনি তাসকিন। চোট থেকেই সেরে ওঠার লড়াইয়ে থাকা ডানহাতি এই পেসার ফাঁকা স্ট্যাম্পে ছোট রানআপে হাত ঘুরিয়েছেন বেশ কিছুক্ষণ।

তাসকিনকে বিশ্বকাপে পেতে মরিয়া টাইগারদের টিম ম্যানেজমেন্ট। আলাদাভাবে কাজ করছে এই ডানহাতি বোলারকে নিয়ে। যা ফুটে ওঠে ডালাসে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলনে।

মূলত তার শুরুটা হয় থ্রোয়িংয়ের মাধ্যমে। বোলিং স্টাইলে বেশ কিছুক্ষণ থ্রোয়িং করার পর তাসকিনের পরবর্তী গন্তব্য নেট সেশন। এখানেও চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। যেভাবে হোক বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে চায় বাংলাদেশ দল।

এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচে চোটে পড়েন তিনি। বিশ্বকাপে তার খেলা নিয়েও সৃষ্টি হয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কার কালো মেঘ দূরে ঠেলে এক প্রকারের ঝুঁকি নিয়েই তাকে সহ অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর তাকে খেলানো হবে না বিশ্বকাপের আগের দুই প্রস্তুতি ম্যাচেও। তবে মূল পর্বের প্রথম ম্যাচে অর্থাৎ ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। বিসিবির একটি সূত্র জানিয়েছে তাসকিনের এমআরআই রিপোর্ট সন্তোষজনক। আর তাইতো প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১০

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১১

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

১২

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১৩

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১৪

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১৫

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৬

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৭

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৮

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৯

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

২০
X