নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় ভারত-পাকিস্তান ম্যাচ। ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর হবে টস। মাঠে গা গরমের (ওয়ার্ম আপ) অনুশীলনে ব্যস্ত দুই দলে ক্রিকেটাররা।
এমন সময় হঠাৎ মাঠে হাজির ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। তার পরিহত সাদা ব্লেজারের এক হাতায় ভারতের জাতীয় পতাকার তিন রং। অন্য হাতায় পাকিস্তানের পতাকার রং। বোঝা গেল এ ম্যাচে ভারত-পাকিস্তান দুদলকেই সমর্থন করছেন তিনি।
Chris Gayle is taking autographs from Babar, Rohit, and Kohli on his suit. The suit hes wearing is colored with the Indian flag on one side and the Pakistani flag on the other. What a legend!! #IndvsPak pic.twitter.com/OFVoxaDEpa
— Ihtisham Ul Haq (@iihtishamm) June 9, 2024মাঠে এসে দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে ব্লেজারে সংগ্রহ করেন অটোগ্রাফ। প্রথমে যান রোহিত শর্মার কাছে। তাকে জড়িয়ে ধরে ভারতীয় অধিনায়ক। গেইলের পোশক দেখে অবাক হন রোহিত। ভারতের পতাকার রং যে হাতায়, সেখানে রোহিতর অটোগ্রাফ নেন তিনি।
এরপরে এগিয়ে যান আইপিএলের দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির দিকে। কোহলি তখন ফুটবল খেলায় ব্যস্ত। গেইল অংশ নেন সেই খেলায়। পরে কোহলিরও অটোগ্রাফ নেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত গেইল। এরপর একে ভারতের প্রায় সকল ক্রিকেটারের অটোগ্রাফ নেন ব্লেজারের হাতায়।
এরপর চলে যান পাকিস্তানের ক্রিকেটারদের কাছে। সেখানে অধিনায়ক বাবর আজমসহ একে একে গেইলে ব্লেজারে অটোগ্রাফ দেন পাকিস্তানের ক্রিকেটাররা। ব্লেজারের যে হাতায় পাকিস্তানের পতাকার রং ছিল, সেখানে অটোগ্রাফ দেন বাবর-রিজওয়ানরা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত (ব্র্যান্ড অ্যাম্বাসাডর) গেইল। এবারের আসরের বেশ কিছু ম্যাচের শুরুতে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায় তাকে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মহারণ উপভোগ করতে গেইল ছাড়াও মাঠে দেখা যায় শচিন টেন্ডুলকার ও যুবরাজ সিংহকে।
এ ম্যাচের শুরুতে ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক শুভেচ্ছা দূত (ব্র্যান্ড অ্যাম্বাসাডর) যুবরাজকে।
মন্তব্য করুন