তিন সংস্করণে ক্রিকেটে ভারতের মতো বৈচিত্র্যময় দল আর কয়টি আছে! টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—ভারত যেন অপ্রতিরোধ্য একটি দল। শুধু তাই নয়, পাইপলাইনেও তাদের চেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশগুলো। অথচ এই ভারতই শিরোপাশূন্য ১৩ বছর! অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, বৈশ্বিক আসরে ২০১১ সালের পর আর কোনো শিরোপা জিততে পারেননি রোহিত শর্মারা। তবে এবার সে বৃত্ত ভাঙার পথে তারা। অনেকের চোখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফেভারিট ভারত। কিন্তু সে পথে কতদূর যেতে পারেন রোহিত, সে প্রশ্নই এখন থেকে যায়।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে খেলা বৈশ্বিক আসরগুলোতে সাফল্য নেই বললেই চলে। বিশেষ করে ওয়ানডে সংস্করণের বিশ্বকাপের শেষ আসরের ফাইনালে উঠেছিল তারা। ঘরের মাঠে সে ফাইনালেও শিরোপা হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। টেস্ট চ্যাম্পিয়নশিপেও একই অবস্থা রোহিতদের। দুবার ফাইনালে উঠেও জেতা হয়নি শিরোপা। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তো পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ভারত। পরের তিন আসরে সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০১৪ সালে বাংলাদেশে হওয়া আসরটিতে ফাইনালে উঠেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা আর ছুঁয়ে দেখা হয়নি। পরের আসরে ঘরের মাঠে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। সর্বশেষ ২০২২ বিশ্বকাপেরও সেমিতে উঠেছিলেন রোহিতরা। কিন্তু ফাইনালে আর জায়গা করে নিতে পারেনি। এবার আরও একবার শিরোপার খুব কাছে তারা। সেমিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে পারলেই অপরাজিত হিসেবে বিশ্বকাপের ফাইনালে খেলবে রোহিত শর্মার দল। ১৩ বছরের যে শিরোপা আক্ষেপ সেটাও ঘুচানোর খুব নিকটেই যাবেন তারা। কিন্তু এবার কি পারবে ভারত, সেটাই এখন দেখার অপেক্ষা।
মন্তব্য করুন