স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:০২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ঘিরে চীনে প্রতারণার ফাঁদ

লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে ঘিরে চীনে চলছে উন্মাদনা। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে ঘিরে চীনে চলছে উন্মাদনা। ছবি : সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা এখন চীনে। অনুমিতভাবে দলের সঙ্গে আছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এশিয়ায় এখন ডি-মারিয়া-মেসিরা। এই নিয়ে পুরো চীন উচ্ছ্বসিত। আর্জেন্টিনার সঙ্গে সঙ্গে তাদের বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির খেলা মাঠে গিয়ে দেখতে আর তর সইছে না চীনাদের। চীনা ভক্তদের এই অতি উৎসাহের সুযোগ নিচ্ছে অসাধু প্রতারকচক্র।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেল শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এসে পৌঁছেছেন মেসিরা। চীনে নেমে এক প্রকার রাজকীয় অভ্যর্থনাই পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার ও তার দল। মেসিকে দেখতে বিমানবন্দরে ভিড় করেন হাজারো চীনা ভক্ত। আগামী বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তারা।

মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছে চীনা প্রতারকরা। অসাধু এই চক্রের মেসি ভক্তদের নিশানা করে পাতা কিছু ফাঁদের কথা জানিয়েছে গোল ডট কম। টাকার বিনিময়ে মেসির সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর সুযোগের প্রচারণা চালাচ্ছে প্রতারকরা। এমনকি মেসিকে দিয়ে করানো যাবে ব্যবসায়িক প্রচারণাও।

একটি স্ক্যামে বলা হয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি সন্ধ্যা কাটাতে পারবে ভক্তরা। তবে এর জন্য গুনতে হবে তিন লাখ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৫ লাখ টাকার বেশি। অন্যান্য অফারগুলোর মধ্যে রয়েছে ৮ হাজার ইউয়ানের বিনিময়ে মেসির সঙ্গে ছবি তোলা এবং পাঁচ হাজার ইউয়ান খরচ করে স্টেডিয়ামের একটি ভিআইপি প্যাকেজ। যেখানে স্টেডিয়ামের সামনের সারির আসন ও পুরো আর্জেন্টিনা দলের স্বাক্ষর করা জার্সি পাবেন আগ্রহীরা।

এই স্ক্যামগুলো ছাড়াও মেসিকে দিয়ে চাইলে আপনার ব্যবসার প্রমোশনও করিয়ে নিতে পারবেন এমন অবিশ্বাস্য প্রতারণাও চলছে। ৫০ মিলিয়ন ইউয়ানের বিনিময়ে শপিং লাইভস্ট্রিম করে দেবেন মেসি! এরকম প্রচারণা দেখা যাচ্ছে চীনে। তবে ইতোমধ্যে এসব প্রতারণা নিয়ে সতর্ক করে দিয়েছে চীন সরকারের পাবলিক সিকিউরিটি ব্যুরো।

সম্প্রতি আর্জেন্টিনার পত্রিকা মুন্দো আলবিসেলেস্তেরা জানিয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন ম্যাচের জন্য প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটে সব টিকিট শেষ হয়ে যায়। প্রায় ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথমে টিকিটের মূল্য ঘোষণা হতেই ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। বিভিন্ন ক্যাটাগরির টিকিটের জন্য দর্শকদের সর্বনিম্ন ৮ হাজার ৭৫৩ টাকা (৮২ ডলার) থেকে সর্বোচ্চ ৭২ হাজার ৫৮৭ টাকা (৬৮০ ডলার) পর্যন্ত খরচ করতে হয়। চীনা মুদ্রায় যা সর্বনিম্ন ৫৮০ ইউয়ান থেকে সর্বোচ্চ ৪ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত। আকাশচুম্বী দাম নিয়ে শুরুতে সমালোচনা চললেও মেসিদের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতে যে দর্শকরা কতটা মুখিয়ে আছেন, তা বলাই বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১০

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১১

রামপুরায় বাসে আগুন

১২

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৩

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৪

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৫

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৬

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৭

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৮

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

২০
X