স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মোরসালিনের গোলে লাল-সবুজদের ভুটান জয়

গোলের পর বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
গোলের পর বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথমটিতে ভুটানকে ১-০ গোলে পরাজিত করেছে মোরসালিন-রাকিবরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ম্যাচে বাংলাদেশের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায়। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের মাধ্যমে। তবে এই জয়ের পথে বাংলাদেশের পারফরম্যান্স তেমন আশানুরূপ ছিল না।

ভুটানের রাজধানী থিম্পুতে শেষবার ২০১৬ সালে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলের হারের বেদনা এখনো স্মৃতিতে টাটকা। তবে আট বছর পর সেখানে ফিরে এসে আজকের জয়ে কিছুটা হলেও সেই দুঃখ ভুলিয়েছে বাংলাদেশ।

তবে মাঠে ফুটবলের মান ছিল গড়পড়তা। প্রায় তিন মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকায় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে খেলার ছন্দ ছিল অনুপস্থিত। মোরসালিনের গোলটি ছিল অনেকটা সৌভাগ্যের ফল। ভুটানের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে মোরসালিন বল জালে পাঠান। কিন্তু, পুরো ম্যাচে বাংলাদেশ তেমন আক্রমণ গড়ে তুলতে পারেনি, এবং গোলের উদ্দেশ্যে তেমন উল্লেখযোগ্য শটও নিতে পারেনি।

অন্যদিকে, স্বাগতিক ভুটানও ছিল ধারাবাহিকতায় পিছিয়ে। দ্বিতীয়ার্ধে তারা একবার বাংলাদেশি জালে বল পাঠালেও সেটি বাতিল হয় রেফারির সিদ্ধান্তে। বাংলাদেশের ডিফেন্স মজবুত থাকায় ভুটান গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। দুই দলের খেলার মানের অভাবে ম্যাচটি হয়ে ওঠে ম্যাড়ম্যাড়ে।

ম্যাচের মাঝপথে আলোচনায় উঠে আসে একটি অপ্রত্যাশিত ঘটনা। প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন আকস্মিকভাবে পড়ে যান এবং তাকে সাহায্য করতে আসা একজন ভুটানি সহায়তাকারী নিজেই অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে মাঠে নামান বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যদিও বেশ কয়েকটি পরিবর্তন সত্ত্বেও খেলার ফলাফলে আর কোনো প্রভাব পড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

১০

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

১১

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১২

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১৩

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১৪

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৫

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১৭

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১৮

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১৯

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

২০
X