স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মোরসালিনের গোলে লাল-সবুজদের ভুটান জয়

গোলের পর বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
গোলের পর বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথমটিতে ভুটানকে ১-০ গোলে পরাজিত করেছে মোরসালিন-রাকিবরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ম্যাচে বাংলাদেশের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ম্যাচের মাত্র পাঁচ মিনিটের মাথায়। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের মাধ্যমে। তবে এই জয়ের পথে বাংলাদেশের পারফরম্যান্স তেমন আশানুরূপ ছিল না।

ভুটানের রাজধানী থিম্পুতে শেষবার ২০১৬ সালে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলের হারের বেদনা এখনো স্মৃতিতে টাটকা। তবে আট বছর পর সেখানে ফিরে এসে আজকের জয়ে কিছুটা হলেও সেই দুঃখ ভুলিয়েছে বাংলাদেশ।

তবে মাঠে ফুটবলের মান ছিল গড়পড়তা। প্রায় তিন মাস ধরে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকায় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে খেলার ছন্দ ছিল অনুপস্থিত। মোরসালিনের গোলটি ছিল অনেকটা সৌভাগ্যের ফল। ভুটানের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে মোরসালিন বল জালে পাঠান। কিন্তু, পুরো ম্যাচে বাংলাদেশ তেমন আক্রমণ গড়ে তুলতে পারেনি, এবং গোলের উদ্দেশ্যে তেমন উল্লেখযোগ্য শটও নিতে পারেনি।

অন্যদিকে, স্বাগতিক ভুটানও ছিল ধারাবাহিকতায় পিছিয়ে। দ্বিতীয়ার্ধে তারা একবার বাংলাদেশি জালে বল পাঠালেও সেটি বাতিল হয় রেফারির সিদ্ধান্তে। বাংলাদেশের ডিফেন্স মজবুত থাকায় ভুটান গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। দুই দলের খেলার মানের অভাবে ম্যাচটি হয়ে ওঠে ম্যাড়ম্যাড়ে।

ম্যাচের মাঝপথে আলোচনায় উঠে আসে একটি অপ্রত্যাশিত ঘটনা। প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন আকস্মিকভাবে পড়ে যান এবং তাকে সাহায্য করতে আসা একজন ভুটানি সহায়তাকারী নিজেই অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তাকে মাঠে নামান বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। যদিও বেশ কয়েকটি পরিবর্তন সত্ত্বেও খেলার ফলাফলে আর কোনো প্রভাব পড়েনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X