ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের অভিন্ন লক্ষ্য জামালদের

প্রথম ম্যাচে খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচে খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ফিফা টায়ার ওয়ান মর্যাদার এ ম্যাচ।

প্রথম ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে জিতেছে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলেও দলের নৈপুণ্য অবশ্য আশাব্যঞ্জক ছিল না। তার ওপর আগামীকালে ম্যাচে ফরোয়ার্ড রাকিব হোসেনের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধের শেষদিকে পায়ের চোট নিয়ে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের এ ফরোয়ার্ড।

ইনজুরি অবশ্য গুরুতর নয় বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হাসান আল মামুন, ‘প্রথম ম্যাচে খেলার একটা মুহূর্তে ওদের একজন খেলোয়াড়ের ট্যাকলে রাকিব চোট পেয়েছে। অ্যাঙ্কেলে এক্সরে করানো হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। চোট এতটা ব্যাপক নয় যে, তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে। আশা করি, খুব দ্রুতই রাকিব দলে ফিরবে।’

বাংলাদেশ দুই ম্যাচ থেকেই জয় তুলে নেওয়ার লক্ষ্যে ভুটান গেছে। প্রথম ম্যাচ জয়ে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। লক্ষ্য অর্জনের বাকি কাজটা করতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। অভিজ্ঞ এ মিডফিল্ডার বলছিলেন, ‘ইনশাআল্লাহ আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব। ভুটান প্রথম ম্যাচে অনেক ভালো করেছে। তাদের তিন-চারজন খেলোয়াড় ছিল না। যারা খেলেছেন, তারাও অনেক ভালো নৈপুণ্য দেখিয়েছেন। দল হিসেবে তারা খুব প্রেশার দিয়েছে। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে এগিয়ে আছে ভুটান (১৮২)। সিরিজের দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে পরবর্তী র‌্যাঙ্কিংয়ে উন্নতি করবে লাল-সবুজরা, যা আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ড্র-তে বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় রাখতে পারে।

জামাল ভূঁইয়াও সে কথাই বললেন, ‘আমরা বলেছি, ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ৫০ শতাংশ এখনো বাকি। এ ম্যাচটা দলের জন্য ফাইনালের মতো। প্রথম ম্যাচ জিতেছি, আমরা এ ম্যাচও জিততে চাই। বাংলাদেশ জয় পেলে আমরা সবাই খুশি থাকব।’

প্রথম ম্যাচে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পরিকল্পনা শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। এ সময় প্রতিপক্ষ দলের শক্তি-দুর্বলতার বিষয়গুলোও তুলে ধরা হয়। ম্যাচ পরিকল্পনা সম্পর্কে হাসান আল মামুন বলছিলেন, ‘ম্যাচের আগে দলের শেষ ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের ম্যাচের জন্য ফোকাস রাখা। আপনারা জানেন, এরই মধ্যে একটা ম্যাচ খেলেছি, ওদের সম্পর্কে আমাদের অনেকটা জানা হয়েছে। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, অতীতে আমরা আসলে তাদের এই ফরমেশনে দেখিনি। অতীতে হয়তো ৪-২-৩-১ এই ফরমেশনে খেলেছে দলটি। এবার তারা ব্যাকলাইনে পাঁচজন নিয়ে খেলেছে লম্বা একটা সময়। এটা একেবারেই ভিন্ন ছিল।’

সাবেক এ ফুটবলার আরও বলেন, ‘প্রতিপক্ষ দলের কৌশলগত দিকগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় ছিল শেষ অনুশীলন পর্বে। আমরা কীভাবে প্রেসিংয়ে যাব, প্রতিপক্ষ দলকে কীভাবে মোকাবিলা করব, কোন প্রক্রিয়ায় আক্রমণে যাব, প্রতিপক্ষ দলের কি দুর্বলতা রয়েছে— এসব বিষয় নিয়েই কাজ হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জামায়াত আয়োজিত নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১০

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

১১

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

১২

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প / দরকষাকষি চলছে, আরও সময় লাগবে

১৩

সকালে ঘুম থেকেই উঠেই কি মোবাইল ফোন ঘাঁটেন, হতে পারে যেসব বিপদ

১৪

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

বিশ্ব শিশু দিবস আজ 

১৭

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

১৮

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৯

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

২০
X