কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা বলেন, উপভোগ করতে চান ক্যারিয়ারের বাকি সময়টা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর চাউর উঠে, ইউরোপিয়ান ফুটবলের বলয়ের বাইরে গিয়ে অচেনা পরিবেশে লিওনেল মেসি কি পারবেন মানিয়ে নিতে?
উত্তরটা এখন পরিষ্কার। আর সেটা আর্জেন্টাইন অধিনায়ক মাঠেই দিলেন। মার্কিন মুল্লুকের ফুটবল এখন আর অজানা-অচেনা নয়। যেন হাতের তালুর মতোই চেনা। আর এই সময়টা রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করছেন তিনি। প্রথম দুই ম্যাচে তিন গোলের পর অরল্যান্ডো সিটির বিপক্ষে আজও পেয়েছেন জোড়া গোল!
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ ষোলোতে জায়গা করে অন্যরকম এক প্রতিশোধ নিয়েছে ইন্টার মায়ামি। মায়ামিতে মেসির দেয়ালচিত্রটি নষ্ট করা হয়। সমর্থকদের অভিযোগের তীর ছিল অরল্যান্ডো সিটির সমর্থকদের দিকে। এই ম্যাচ যেন ছিল তারই মোক্ষম জবাব দেওয়ার মঞ্চ!
চাইলে হ্যাটট্রিক করতে পারতেন মেসি। কিন্তু ৫১ মিনিটে পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে সুযোগ দেন সতীর্থ ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্তিনেজকে। তা না হলে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম হ্যাটট্রিকে দেখা পেয়ে জেতেন।
এ ম্যাচে একটু অন্যরকম মেসিকে দেখা গেছে, যা খুব কমই দেখা গেছে ইউরোপিয়ান ফুটবল। ম্যাচের ২১ মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে দেখেছেন হলুদ কার্ড। তবে মাঠে ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত।
ম্যাচের ৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে টেইলরের বাড়ানো চিপ দৌড়ে বক্সে ঢুকে বাঁ পায়ের সাইডভলিতে জালে পাঠান মেসি।
বিরতির পর ৪৭ মিনিটে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন মায়ামির জোসেফ মার্তিনেজ। মেসি নন, পেনাল্টিটা মার্তিনেজই নিলেন এবং গোলও করলেন। ম্যাচের ৬৩ মিনিটে মেসির বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকে বদলি হিসেবে মাঠে নামান মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্তিনো। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে মাঠে দেখা গেল মেসি-বুসকেতস-আলবাকে।
৭২ মিনিটে বক্সের ভেতর ডান প্রান্তে বল পেয়ে যান জোসেফ মার্তিনেজ। নিজে গোল করার চেষ্টা না করে বল বাড়িয়ে দেন সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা মেসিকে। ডান পায়ের সাইডভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এই জয়ে লিগস কাপের শেষ ষোলোয় উঠল ইন্টার মায়ামি।
মন্তব্য করুন