স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ
বাফুফে নিবার্চন

মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ

মনোনয়ন বিতরণ আজ, একলা চলো নীতিতে তাবিথ

মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটর নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু আজ বুধবার (৯ অক্টোরব)। ৯, ১০ ও ১২ অক্টোবর, এ ৩ দিন ২১ পদেরর বিপরীতে মনোনয়ন সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আগের নির্বাচনগুলোতে প্রতিবারই দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ বা প্যানেল সক্রিয় হয়ে ওঠে। এবারও তা দেখা যাচ্ছে। সভাপতি পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তরুণ ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল ও তরফদার রুহুল আমিন।

বুধবারই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন তাবিথ। বেসরকারি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) যে কোনো সময় আমি মনোনয়নপত্র সংগ্রহ করে নেব। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে, আমি একাই কোনো প্যানেল ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্যানেলের ব্যাপারে আসলে অনেক গুঞ্জনই থাকে। আমি এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। তবে এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নেই। আমি অপেক্ষা করছি কারা কারা আগ্রহী নির্বাচন করার জন্য। এরপর দেখব কারা কোন পদে আসতে চান- বিবেচনা করব। তখন এটা প্যানেলের বিষয় আসতেও পারে, আবার কোনো প্যানেল নাও হতে পারে।’

এর আগে ২০১২ ও ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তাবিথ। পরে ২০২০ সালের নির্বাচনে লড়েছেন একা। যদিও সেবার উপনির্বাচনে হেরে যান। এবারও তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি হতে পারলে অন্য পদে নির্বাচিতদের নিয়ে দেশের ফুটবল এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তাবিথ।

কেন প্যানেল করছেন না, এমন প্রশ্নে তাবিথ বলেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়ার সেভাবে গুরুত্বপূর্ণ কোনো কারণ নেই। একটা চিন্তা হচ্ছে- বিগত দুটি নির্বাচনে আমি এককভাবে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলাম সহ-সভাপতি পদে। আমি কোনো প্যানেলে ছিলাম না। হয়তো অনেকে মনে করতে পারেন একটা টিম হয়ে কাজ করেছি। আসলে নির্বাচন করেছিলাম কোনো প্যানেলের বাইরে থেকে। এখন পর্যন্ত এবারও সে ধারাটা রয়েছে। আমি অপেক্ষায় আছি কারা কোন পদে নির্বাচন করবেন এবং এগিয়ে আসবেন। তাদের নিয়েই একটা নির্বাহী কমিটি গঠিত হবে।’

তবে প্যানেল হোক বা না হোক বুধবার কিক-অফ বাফুফে নির্বাচনের। ২৬ অক্টোবর হবে নির্বাচন। সেদিনই জানা যাবে আগামী চার বছর দেশের ফুটবলকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবেন কে?

বাফুফে নির্বাচনের তফসিল

মনোনয়নপত্র বিতরণ: ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা: ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই: ১৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার: ১৯ ও ২০ অক্টোবর ভোটগ্রহণ : ২৬ অক্টোবর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

১০

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

১১

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১২

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১৩

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১৪

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৫

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

১৬

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১৭

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

১৮

গণপিটুনিতে নিহত রূপলালের ছেলে এখন বাবার পেশায়

১৯

বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

২০
X