শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভিনির দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের অসাধারণ জয়

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে যে রিয়ালের নিজস্ব কাপ প্রতিযোগিতা বিনা কারণে বলা হয় না তার প্রমাণ আরও একবার দেখল বিশ্ব। ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে থেকে অন্য দল যেখানে হাল ছেড়ে দেয় সেখানে রিয়াল দুর্দান্তভাবে কামব্যাক করে দেখাল। কার্লো আনচেলত্তির শিষ্যরা দুই গোলে পিছিয়ে থেকেও বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নিজেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদাটা বেশ ভালোভাবেই রাখল।

মঙ্গলবার (২২ অক্টোবর) উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী করল দর্শকদের। প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ হ্যাটট্রিকের কল্যাণে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।

গত মৌসুমের ফাইনালের পুনরাবৃত্তির ম্যাচে যেন প্রতিশোধের নেশায় নেমেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। শুরু থেকেই ডর্টমুন্ড বার্নাব্যুতে নিজেদের দাপট দেখায়। ডনিয়েল মালেনের ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। এরপর ৩৪ মিনিটে জেমি গিটেন্স গোল করে ব্যবধান ২-০ করে দেয়। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ বেশ কিছুটা নিষ্প্রভ ছিল, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম চেষ্টা করলেও তাদের মধ্যে কোনো কার্যকরী সংযোগ দেখা যায়নি।

তখন মনে হচ্ছিল ডর্টমুন্ড মনে হয় ঠিকই প্রতিশোধ নিতে পারবে ফাইনালে পরাজয়ের। তবে ডর্টমুন্ড মনে হয় ভুলতে বসেছিল একটি বহুল প্রচলিত ফুটবল প্রবাদ, ‘বার্নাব্যুতে ৯০ মিনিট অত্যন্ত দীর্ঘ সময়’। বিখ্যাত এই প্রবাদটিকেই সত্য প্রমাণিত করল রিয়ালের খেলোয়াড়রা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের দৃশ্যপট পুরো বদলে যায়। ৬০ মিনিটে আন্তোনিও রুডিগারের হেড থেকে গোল করলে ব্যবধান কমায় রিয়াল। এর দুই মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরান। ৮৩ মিনিটে অধিনায়ক লুকাস ভাসকুয়েজ ডান প্রান্ত থেকে গোল করে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।

তারপর ভিনিসিয়ুস ম্যাচের বাকি সময়জুড়ে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে আরও দুটি গোল করেন, যার মধ্যে তার দ্বিতীয় গোলটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজ হাফ থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স চিরে ফেলে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি। এরপর যোগ করা সময়ে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই জয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে তাদের অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল। এ জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে সর্বশেষ ম্যাচে হারের ক্ষত অনেকটাই কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব ইয়েমেনের সাইইউন শহরের সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১০

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১১

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১২

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৩

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৪

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৫

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৬

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৭

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৯

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

২০
X