স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেফিল্ডের নতুন ‘বাংলাদেশি ব্লেড’ হামজা চৌধুরী

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটিতে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পর এবার নতুন যাত্রায় শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে তাকে। ‘দ্য ব্লেডস’ নামে পরিচিত এই ক্লাবে যোগ দিয়ে এখন থেকে হামজাকে ডাকা হচ্ছে নতুন নামে—‘বাংলাদেশি ব্লেড’।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডার লেস্টারের সঙ্গে এখনো আড়াই বছরের চুক্তিতে রয়েছেন। তবে এই মৌসুমে ম্যাচ খেলার সুযোগ খুব একটা পাননি। প্রিমিয়ার লিগে লেস্টারের হয়ে মাত্র চারটি ম্যাচে খেলা এই মৌসুমে, সবমিলিয়ে মোট ছয়টি ম্যাচ। ফলে নিয়মিত খেলার সুযোগ পেতেই হামজার নতুন ঠিকানা হলো শেফিল্ড ইউনাইটেড।

ধারে শেফিল্ডে যোগ দিলেও, চুক্তিতে স্থায়ীভাবে সেখানে থেকে যাওয়ার শর্তও রয়েছে। এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে কোচ ক্রিস ওয়াইল্ডারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ওয়াটফোর্ডে খেলার সময় এই কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েছেন হামজা। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘ওয়াটফোর্ডে কোচের সঙ্গে অল্প সময় কাজ করলেও সেটি বেশ উপভোগ্য ছিল। যখন তিনি আমাকে ফোন করলেন, তখন আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। শেফিল্ডে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

শেফিল্ড ইউনাইটেডের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে হামজাকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছে। তারা তাকে পরিচিতি দিয়েছে ‘বাংলাদেশি ব্লেড’ হিসেবে। ক্লাবটির এই ডাকনামে নিজেকে খুঁজে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা।

লেস্টার সিটির জার্সিতে ৯১টি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। বার্টন আলবিয়ন এবং ওয়াটফোর্ডে ধারে খেলার পর লেস্টারের মূল দলে জায়গা করে নিলেও চলতি মৌসুমে তার পারফরম্যান্সে ছন্দপতন দেখা গেছে। তবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ায় তার সামনে আবার নিয়মিত খেলার সুযোগ তৈরি হলো।

বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাঠে নামার স্বপ্নপূরণ এখন সময়ের অপেক্ষা। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ফিফার কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর জাতীয় দলে তার অভিষেক এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়। বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাদের এই ‘বাংলাদেশি ব্লেড’ দেশের জার্সিতে আলো ছড়াবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী খোকন দাস হত্যা, আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সন্ধান দিলেন ডিবি প্রধান

জেলা দায়িত্বশীলদের প্রতি যে নির্দেশনা দিল জমিয়ত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লোক প্রশাসন’ দিবস উদযাপিত

চট্টগ্রাম-৯ / আপিল করবেন ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ জামায়েত প্রার্থী ফজলুল হক

আ.লীগ নেতা গ্রেপ্তার

অংশীদারিত্ব ছাড়া শাসন ব্যবস্থার রূপান্তর হবে না : জেএসডি

সিডনিতে স্মিথের রাজত্ব, এক ইনিংসে ভাঙলেন কয়েকটি ইতিহাস

চবিতে তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ কর্মশালা

১০

জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি : নুরুদ্দিন অপু

১১

লাক্সারি সোফা ছেড়ে মাটির চুলায় জয়া

১২

এনসিপির ৫ নেতার পদত্যাগ

১৩

বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা : প্রিন্স

১৪

যে কারণে নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির

১৫

দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবন্ধভাবে এগিয়ে যেতে হবে : শেখ আব্দুল্লাহ

১৬

শ্রমজীবী ও চালকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান রিজভীর

১৭

২৫ ঘণ্টায় যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

১৮

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

১৯

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X