স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থের বিতর্কিত লাল কার্ডের পর রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর তাদের শিরোপা স্বপ্নের পথে বড় ধাক্কা খেল। আল ইত্তিফাকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বিতর্কিত লাল কার্ডের কারণে পরাজিত হয়েছে সৌদি প্রো লিগের এই জায়ান্ট ক্লাবটি। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

আল নাসরের কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরানকে রেফারি কিরিল লেভনিকভ সরাসরি লাল কার্ড দেখান, যা রোনালদোর জন্য ছিল অবিশ্বাস্য। ৯৩তম মিনিটে আবদুল্লোহ আল মালকি খেলা থামা অবস্থায় বল পাস করেছিলেন, আর দুরান সামান্য ধাক্কা দেন। রেফারি এটিকে আক্রমণাত্মক আচরণ হিসেবে দেখেন এবং সাথে সাথে লাল কার্ড দেখান।

এই সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন রোনালদো। তিনি সরাসরি রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ভিডিও রিভিউ দাবি করেন। কিন্তু রেফারি অনড় থাকলে হতাশায় বল ছুড়ে ফেলেন পর্তুগিজ তারকা। ম্যাচের শেষে রোনালদোকে বেশ হতাশাগ্রস্ত দেখায়, কারণ এই পরাজয়ে লিগ শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়েছে আল নাসর।

এই পরাজয়ের ফলে আল নাসর এখন তৃতীয় স্থানে, শীর্ষ দল আল ইত্তিহাদের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে। করিম বেনজেমা এবং এন’গোলো কান্তের দল শক্ত অবস্থানে রয়েছে, যা রোনালদোর শিরোপার আশা আরও কঠিন করে তুলেছে।

আল নাসরের সবচেয়ে বড় সমস্যা রক্ষণভাগ। আয়মেরিক লাপোর্ত এবং মোহামেদ সিমাকানের জুটি নির্ভরযোগ্য হলেও, সিমাকান না থাকলে দলটা বেশ অগোছালো হয়ে পড়ে। ইতালিয়ান কোচ স্তেফানো পিওলির দল এখনো রক্ষণে স্থিতিশীলতা খুঁজে পায়নি, যার খেসারত দিতে হচ্ছে তাদের ম্যাচে ম্যাচে।

রোনালদো আল নাসরে এসেছিলেন শিরোপা জয়ের জন্য, কিন্তু এখনো কোনো বড় ট্রফি হাতে তুলতে পারেননি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে তিনি সেরা অবস্থানে রয়েছেন—এই মুহূর্তে ১৬ গোল নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা তিনি।

তবে শুধুমাত্র তার কাঁধে দলের ব্যর্থতার দায় চাপানো কতটা যুক্তিসঙ্গত? আল নাসরের সমস্যার মূল কারণ রক্ষণভাগের দুর্বলতা। আল ইত্তিহাদ যেখানে মিডফিল্ড এবং রক্ষণে বড় বিনিয়োগ করেছে, সেখানে আল নাসর এখনো ভারসাম্যপূর্ণ দল গড়তে ব্যর্থ।

রোনালদোর হাতে হয়তো বেশি সময় নেই, তবে আল নাসর যদি তাকে ঘিরে শক্তিশালী দল গড়তে পারে, তাহলে সৌদি লিগে তার ট্রফির খরা শেষ হওয়া শুধু সময়ের ব্যাপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে যা বললেন ফয়েজ তৈয়্যব

কটাক্ষের শিকার অনন্যা

৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং / ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

১০

রাজনীতিতে হাসিনার উত্থান-পতন যেভাবে

১১

সাগরপথে পাচারের সময় ৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪

১২

কারও সঙ্গে ৩ দিনের বেশি কথা না বললে কী হয়? যা বলছে ইসলাম

১৩

দাম কমেছে বলছেন ট্রাম্প, কিন্তু জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনিরা

১৪

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

শেখ হাসিনার যত ভুল

১৭

কন্যার নাম ‘কুর্দিস্তান’ রেখে ফিলিস্তিনি বাবার বার্তা

১৮

সেই দিন রায় ঘোষণার আগে যা বলেছিলেন দেলাওয়ার হোসেন সাঈদী

১৯

মনোমুগ্ধকর জয়া

২০
X