স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচারে তিন সপ্তাহের জন্য গার্দিওলাকে পাচ্ছে না সিটি

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

শুধু প্রিমিয়ার লিগ নয় ফুটবল ইতিহাসেরই অন্যতম সফল ও সেরা কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির সাফল্যের একটি বড় অংশের কৃতিত্ব যাবে এই স্প্যানিশ কোচের কাছে। আর স্বাভাবিকভাবেই একজন কোচের উপস্থিতি উজ্জীবিত করে তার দলকে। তবে নতুন মৌসুম শুরু হতেই সিটি ভক্তদের দুঃসংবাদই জানালেন গার্দিওলা। শারীরিক সমস্যার কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।

বেশ কিছুদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন তিনবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ। সম্প্রতি সেই ব্যথা অসহ্য হয়ে যাওয়ায় জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন তিনি। অস্ত্রোপচারের জন্য সিটির প্রিমিয়ার লিগের নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ শেষ করেই নিজ শহর বার্সেলোনায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। সেখানেই তার চিকিৎসক মিরেইয়া ইলুয়েকার কাছে নিয়েছেন চিকিৎসা।

গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গার্দিওলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন সেরে উঠছেন এবং বার্সেলোনাতেই তিনি নিজের পুনর্বাসনে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ম্যানচেস্টার সিটির সবাই পেপের দ্রুত আরোগ্য কামনা করছে এবং শিগগিরই তাকে ম্যানচেস্টারে ফিরতে দেখার জন্য মুখিয়ে আছে।’

ধারণা করা হচ্ছে, পুনর্বাসনের অংশ হিসেবে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন সিটি ম্যানেজার। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর জাতীয় দলের ম্যাচের জন্য ক্লাব ফুটবলে বিরতি থাকবে। আন্তর্জাতিক ফুটবলের সেই বিরতির পর গার্দিওলাকে আবার সিটির ডাগআউটে দেখা যেতে পারে।

এর মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলবে সিটিজেনরা। ২৭ আগস্ট তাদের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড, আর ২ সেপ্টেম্বর খেলবেন ফুলহ্যামের বিপক্ষে। এই দুই ম্যাচে গার্দিওলাকে পাচ্ছে না সিটি।

গার্দিওলার পরিবর্তে আপাতত মূল দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন সহকারী কোচ জুয়ানমা লিলো। এই নিয়ে দ্বিতীয় মেয়াদে সিটিতে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ২০২০ সালে বর্তমান মিকেল আর্তেতার স্থলে সিটিতে আসেন লিলো। এরপর ২০২২-২৩ মৌসুম পার করেছেন কাতারের আল-সাদে। চলতি মৌসুমের শুরুতে আবারও ফিরে এসেছেন ম্যানচেস্টারের ক্লাবটিতে।

গার্দিওলার এই ছিটকে যাওয়া সিটির জন্য বাড়তি দুশ্চিন্তা। এর আগে গত মৌসুমে দলের অন্যতম সেরা দুই তারকা কেভিন ডি ব্রুইনা এবং জন স্টোনসকে ইনজুরির জন্য হারাতে হয়েছে তাদের। এদের মধ্যে ডি ব্রুইনার মাঠে ফিরতে চার মাস সময় লাগতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১০

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১১

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১২

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৩

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৪

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৫

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৬

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৭

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১৮

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১৯

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

২০
X