স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন কি না, সেটি নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ভক্তরা তাকিয়ে ছিলেন তার পরবর্তী সিদ্ধান্তের দিকে। অবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি সাবেক ফুটবলার এনরিকে উলফের সঙ্গে ‘সিমপ্লেমেন্তে ফুটবল’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে কি, সময়টা এখনো অনেক দূরের মনে হলেও সময় খুব দ্রুত চলে যায়। আমি কীভাবে অনুভব করি, সেটাই আসল বিষয়। অবশ্যই সেটা মাথায় আসে, তবে আমি এখনই কোনো লক্ষ্য ঠিক করতে চাই না।’

তবে ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্তের জন্য কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ- এমন প্রশ্নের জবাবে মেসি স্পষ্ট করে বলেন, ‘এই বছরটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলা এবং ভালো অনুভব করাই মূল চাবিকাঠি। আমি প্রতিদিনের পারফরম্যান্স আর শারীরিক অবস্থা দেখে সামনে এগোতে চাই।’

ইন্টার মায়ামির হয়ে খেলার পাশাপাশি ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া, দীর্ঘ মৌসুম- সব মিলিয়ে নিজের ফিটনেস ধরে রাখাটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন মেসি। তিনি জানান, ‘এই বছরটা ভালোভাবে শুরু করেছি। ভালো একটি প্রিসিজন কাটিয়েছি। কিন্তু মৌসুমটা অনেক লম্বা- ডিসেম্বর পর্যন্ত চলবে, মাঝখানে কোনো বিরতি নেই। জুনে আবার ক্লাব বিশ্বকাপ, আরও ম্যাচ খেলা লাগবে।’

২০২৪ কোপা আমেরিকায় চোটের কারণে ভুগেছেন মেসি। দ্বিতীয় ম্যাচেই চিলির বিপক্ষে চোট পান। এরপর পেরুর বিপক্ষে মাঠে নামতে পারেননি। ইকুয়েডরের বিপক্ষে শতভাগ ফিট না হয়েও খেলেন। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ভালো শুরু করেও দ্বিতীয়ার্ধে গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয় তাকে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে মেসি বলেন, ‘এভাবে শেষ হওয়া আমার জন্য কষ্টের ছিল।’

তবে জাতীয় দলের প্রতি তার ভালোবাসা অটুট। তিনি বলেন, ‘এই দলটা যা করেছে এবং এখনো করছে, সেটা অবিশ্বাস্য। এর অংশ হতে পারাটা আনন্দের।’

যদি মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নেন, তাহলে তিনিই হবেন ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলেছেন। তার সঙ্গে একই তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লোথার ম্যাথাউস, জিয়ানলুইজি বুফনদের মতো তারকারা।

২০২৬ বিশ্বকাপ যদি সত্যিই হয় মেসির শেষ ম্যাচ, তাহলে সেটা হতে পারে ফুটবল ইতিহাসের আরেকটি রূপকথার অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X