মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন কি না, সেটি নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরেই। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ভক্তরা তাকিয়ে ছিলেন তার পরবর্তী সিদ্ধান্তের দিকে। অবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি সাবেক ফুটবলার এনরিকে উলফের সঙ্গে ‘সিমপ্লেমেন্তে ফুটবল’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে কি, সময়টা এখনো অনেক দূরের মনে হলেও সময় খুব দ্রুত চলে যায়। আমি কীভাবে অনুভব করি, সেটাই আসল বিষয়। অবশ্যই সেটা মাথায় আসে, তবে আমি এখনই কোনো লক্ষ্য ঠিক করতে চাই না।’

তবে ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্তের জন্য কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ- এমন প্রশ্নের জবাবে মেসি স্পষ্ট করে বলেন, ‘এই বছরটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলা এবং ভালো অনুভব করাই মূল চাবিকাঠি। আমি প্রতিদিনের পারফরম্যান্স আর শারীরিক অবস্থা দেখে সামনে এগোতে চাই।’

ইন্টার মায়ামির হয়ে খেলার পাশাপাশি ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া, দীর্ঘ মৌসুম- সব মিলিয়ে নিজের ফিটনেস ধরে রাখাটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন মেসি। তিনি জানান, ‘এই বছরটা ভালোভাবে শুরু করেছি। ভালো একটি প্রিসিজন কাটিয়েছি। কিন্তু মৌসুমটা অনেক লম্বা- ডিসেম্বর পর্যন্ত চলবে, মাঝখানে কোনো বিরতি নেই। জুনে আবার ক্লাব বিশ্বকাপ, আরও ম্যাচ খেলা লাগবে।’

২০২৪ কোপা আমেরিকায় চোটের কারণে ভুগেছেন মেসি। দ্বিতীয় ম্যাচেই চিলির বিপক্ষে চোট পান। এরপর পেরুর বিপক্ষে মাঠে নামতে পারেননি। ইকুয়েডরের বিপক্ষে শতভাগ ফিট না হয়েও খেলেন। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ভালো শুরু করেও দ্বিতীয়ার্ধে গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয় তাকে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে মেসি বলেন, ‘এভাবে শেষ হওয়া আমার জন্য কষ্টের ছিল।’

তবে জাতীয় দলের প্রতি তার ভালোবাসা অটুট। তিনি বলেন, ‘এই দলটা যা করেছে এবং এখনো করছে, সেটা অবিশ্বাস্য। এর অংশ হতে পারাটা আনন্দের।’

যদি মেসি ২০২৬ বিশ্বকাপে অংশ নেন, তাহলে তিনিই হবেন ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলেছেন। তার সঙ্গে একই তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লোথার ম্যাথাউস, জিয়ানলুইজি বুফনদের মতো তারকারা।

২০২৬ বিশ্বকাপ যদি সত্যিই হয় মেসির শেষ ম্যাচ, তাহলে সেটা হতে পারে ফুটবল ইতিহাসের আরেকটি রূপকথার অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১০

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১২

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৩

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৪

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৫

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৭

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৮

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৯

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

২০
X