স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার লা লিগার সূচি নিয়ে বার্সা কোচের ক্ষোভ

বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে যাওয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তিনটি ফ্রন্টে ( লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে) প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। এজন্য বার্সেলোনার খেলোয়াড়দের প্রশংসা করেছেন প্রধান কোচ হান্সি ফ্লিক। তবে আগামী শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফ্লিকের মতে, এমন গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন থাকলেও লিগ কর্তৃপক্ষ তাদের সেই সুযোগ দিচ্ছে না।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে উঠেছে বার্সা। একইসঙ্গে তারা কোপা দেল রে’র ফাইনালে উঠেছে এবং লিগেও রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে।

এই অবস্থায় শনিবারের ম্যাচে জয় পেলে লিগ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যাবে কাতালানরা। তবে ম্যাচটি সন্ধ্যার বদলে দুপুরে হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ ফ্লিক। ‘অবিশ্বাস্য! আমাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই,’ বলেন ফ্লিক।

‘চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলছে—এমন প্রতিটি দলকে তাদের দেশের লিগ রক্ষা করে। কিন্তু এখানে সেটা হয় না। রাতে ইউরোপ থেকে ফিরে খেলোয়াড়েরা ভোর ৫টার আগে ঘুমোতে পারে না। এটা স্প্যানিশ ফুটবলের জন্য খারাপ।’

ফ্লিক আরও বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না। আমি শুধু জানতে চাই, কেন ম্যাচটি বিকেলে করা হলো না? আমরা কেন ৬টায় খেলতে পারলাম না? এটা রীতিমতো একটা কৌতুক। অন্য লিগে ক্লাবগুলোর যত্ন নেওয়া হয়, এখানে তার ছিটেফোঁটাও নেই।’

তবে প্রতিপক্ষ সেল্টা ভিগোর প্রশংসা করতেও ভুলেননি বার্সা কোচ। ৩৭ বছর বয়সী কোচ ক্লাউদিও গিরালদেজের নেতৃত্বে ভিন্ন ধারার ফুটবল খেলছে তারা। ‘তার বয়স নয়, তার কাজটা গুরুত্বপূর্ণ। দারুণ একটা দল গড়েছেন তিনি। সাহসী ফুটবল খেলে সেল্টা, তাদের গেম প্ল্যান পরিষ্কার,’ বলেন ফ্লিক।

ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয় লেগে যেসব জায়গায় বার্সা পিছিয়ে পড়েছিল, সেসব বিষয়ে দলকে সচেতন করেছেন তিনি। ‘আমাদের নিজেদের শক্তিগুলো তুলে ধরতে হবে। ডর্টমুন্ড ম্যাচে কিছু জিনিস মিস করেছি আমরা। এসব ঠিক করে কাল আমাদের সর্বোচ্চটা দিতে হবে। কারণ, সেল্টা অ্যাওয়ে ম্যাচে ভালো খেলে,’ মন্তব্য কোচের।

লা লিগা শিরোপা দৌড়ে এগিয়ে থাকলেও কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা। ফ্লিক তাই ম্যাচের পারফরম্যান্সের চেয়ে সূচির চাপে ক্লান্ত দলের মানসিক দিকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

১০

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১১

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১২

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১৩

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৪

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৫

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৬

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৭

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৮

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৯

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

২০
X