স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেড দল। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেড দল। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড যদি ইউরোপা লিগ জেতে, তা কি এই মৌসুমের ব্যর্থতা ঢাকতে পারবে? উত্তর দিয়েছেন কোচ রুবেন আমোরিম নিজেই—‘না, কোনোভাবেই না।’

বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামছে ম্যান ইউ। ম্যাচটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই প্রতীকী—কারণ ফাইনালটাও হবে এই বিলবাওয়েই। তবে ট্রফি জেতা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ, এসবকেই আমোরিম দেখছেন এক ধরনের "শর্টকাট" হিসেবে। কিন্তু প্রকৃত সমস্যার সমাধান সেখানেই থেমে থাকবে না।

‘আমরা জানি, এই ট্রফি আমাদের মৌসুমকে বাঁচাতে পারবে না,”—সরাসরি বলে দেন আমোরিম।

‘তবে এটা বিশাল একটা ব্যাপার হতে পারে। ট্রফি জেতা, ইউরোপীয় আসরে ফেরা—এই সাফল্যগুলো গ্রীষ্মে ক্লাবের জন্য বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে।’

আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন গত নভেম্বর। কিন্তু তার অধীনে ২৩টি লিগ ম্যাচে জয় মাত্র ৬টি! দলটি এখনো রয়েছে প্রিমিয়ার লিগের একেবারে নিচের সারিতে—এমন এক মৌসুম যা ক্লাবের ইতিহাসে ‘সবচেয়ে বাজে’ হিসেবে বিবেচিত হওয়ার পথে।

ইউনাইটেডের প্রধান সমস্যা—গোল করতে না পারা। ২০২৫ সালে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান ফরোয়ার্ড রাসমুস হইলুন্দের গোল সংখ্যা মাত্র ২টি। পুরো লিগে তাদের চেয়ে কম গোল করেছে কেবল এভারটন, ইপসউইচ, লেস্টার ও সাউথ্যাম্পটন। যার মধ্যে ইতিমধ্যেই শেষ তিন দলের অবনমন নিশ্চিত হয়েছে।

আমোরিম বলেন, ‘আমরা জানি, অ্যাথলেটিক স্পেনের সেরা রক্ষণভাগের দল। শুধু তাই না, ইউরোপের সেরা পাঁচ লিগে ঘরের মাঠে সবচেয়ে কম গোল খেয়েছে তারাও। আমাদের জন্য এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’

এদিকে চোট কাটিয়ে দলে ফিরতে পারেন আমাদ দিয়ালো ও ম্যাথাইস ডি লিট, যা ইউনাইটেডের জন্য একটি বড় স্বস্তি। তবে আমোরিম জানেন, এই ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল নয়—এটা ভবিষ্যতের পথ দেখানোর লড়াইও।

‘আমাদের শুধু ট্রফি দরকার নয়, দরকার ধারাবাহিকতা, ভালো সিদ্ধান্ত, সঠিক স্কাউটিং, এবং একাডেমির ওপর আস্থা। ট্রফি একটি মুহূর্ত, কিন্তু ক্লাব গড়তে দরকার সময় ও ধৈর্য,’—বললেন আমোরিম।

পুরো মৌসুমে যা হারিয়ে গেছে, তা এক রাতেই ফিরিয়ে আনা যায় না। আর সেটাই মনে করিয়ে দিলেন রুবেন আমোরিম। ইউরোপা লিগ যদি শেষ হাসিও এনে দেয়, ইউনাইটেডকে আবার শীর্ষে নিতে হলে শুরু করতে হবে অনেক আগে ফেলে আসা কাজগুলো দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১০

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১১

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১২

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৫

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৬

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৮

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

২০
X