বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নাটকীয় মোড় সিরি আ-তে, কোচ ছাড়া শিরোপা ফাইনাল

শিরোপা নির্ধারনী ম্যাচে থাকছেন না ইনজাগি (বাঁয়ে) ও কন্তে (ডানে)। ছবি : সংগৃহীত
শিরোপা নির্ধারনী ম্যাচে থাকছেন না ইনজাগি (বাঁয়ে) ও কন্তে (ডানে)। ছবি : সংগৃহীত

ইতালির সির ‘আ’ শিরোপা লড়াই চূড়ান্ত রোমাঞ্চের দিকে ছুটছে। কিন্তু ঠিক এমন সময়ই দারুণ এক ধাক্কা খেল শিরোপার দুই প্রধান দাবিদার—নাপোলি ও ইন্টার মিলান। দুই দলের কোচ, আন্তোনিও কন্তে এবং সিমোনে ইনজাগি, মৌসুমের নির্ধারণী ম্যাচে ডাগআউটে থাকছেন না—কারণ, তারা এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন!

শুধু এই দুজনই নন, সিরি আর শেষ রাউন্ডে মোট পাঁচজন কোচ নিষিদ্ধ হচ্ছেন, যাঁদের মধ্যে আছেন এসি মিলানের কোচ সের্জিও কনসেইসাও এবং লাজিওর কোচ মার্কো বারোনিও। ফলে, লিগের রোমাঞ্চকর পরিসমাপ্তিতে এক-চতুর্থাংশ কোচই থাকবেন স্ট্যান্ডে।

শুক্রবার সিরি আ-এর দুই শীর্ষ দলের ম্যাচে বসছে শিরোপার হিসাব। নাপোলি, যারা এখন ইন্টার থেকে ১ পয়েন্ট এগিয়ে, খেলবে কাগলিয়ারির বিপক্ষে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে নবাগত কোমোর মাঠে। পয়েন্ট সমান হলে ২৬ মে হতে পারে শিরোপা নির্ধারণী প্লে-অফ।

শিরোপা নির্ধারক এই ম্যাচগুলোর সময়ও পরিবর্তন করা হয়েছে—রবিবারের বদলে শুক্রবার, যাতে ইন্টার ৩১ মে’র চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে বিশ্রাম পায়।

নাপোলির সর্বশেষ ম্যাচ ছিল পারমার বিপক্ষে, যেখানে ০-০ গোলে ড্র করে দলটি। কিন্তু ম্যাচের শেষ মিনিটে রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে আন্তোনিও কন্তে তীব্র প্রতিবাদ জানালে লাল কার্ড দেখানো হয় তাঁকে।

পরে কন্তে বলেন, ‘আমি বিরক্ত হয়েছিলাম পারমার খেলার ধরণে। ইংলিশ ফুটবলে যেভাবে খেলা থামানো হয় না, এখানে বারবার চোট, অভিনয় এসব চলছিল। তাই রেফারির সঙ্গে কথা বলেছিলাম।’

অন্যদিকে, ইন্টারের কোচ ইনজাগি ও লাজিও কোচ বারোনি—দুজনই ৮৮তম মিনিটে রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে লাল কার্ড দেখেন।

এসি মিলান কোচ কনসেইসাও-ও শেষ মুহূর্তে রোমার বিপক্ষে ৩-১ হারের ম্যাচে লাল কার্ড পান, যা হয়তো তার ক্লাবের হয়ে শেষ ম্যাচ হয়ে থাকবে।

সিরি আ কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ কোচকেই এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে (চিভু ব্যতীত) ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে।

সিরি আ শিরোপার লড়াই এবার যাচ্ছে শেষ দিনের অপেক্ষায়—নাপোলি জিতলে চ্যাম্পিয়ন, ড্র বা হারলে সুযোগ থাকবে ইন্টারের। তবে কোচদের অনুপস্থিতি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

সিরি আ-এর বাকি ছয়টি ম্যাচ রোববার অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে ইউরোপীয় প্রতিযোগিতায় কারা যাবে এবং কারা বিদায় নেবে অবনমন নিয়ে।

শেষে সবকিছু নির্ভর করছে একটাই প্রশ্নে—কোচহীন ডাগআউট থেকে কে হাসবে শেষ হাসি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X