ক্রিকেট মাঠে এমন অনেক মুহূর্ত আসে, যেখানে খেলার বাইরে থেকেও জড়িয়ে থাকে হৃদয়ের স্পর্শ। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সেই রকম এক আবেগঘন ছবি উপহার দিলেন মোহাম্মদ সিরাজ—বল হাতে নয়, হৃদয় দিয়ে।
দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের জেমি স্মিথকে আউট করার পর সিরাজ উদযাপন করলেন ব্যতিক্রমী এক ভঙ্গিতে। দুই হাতে আঙুল দিয়ে ‘২০’ দেখিয়ে আকাশের দিকে তাকিয়ে দুই হাত উঁচিয়ে নিলেন শ্রদ্ধা। এটি ছিল লিভারপুল তারকা দিয়োগো জোতার স্মরণে এক নিঃশব্দ অথচ গভীর শ্রদ্ধার বার্তা।
গত সপ্তাহে স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। দুর্ঘটনার সময় তারা একটি ল্যাম্বরগিনিতে ছিলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়। গোটা ফুটবল বিশ্বে নেমে আসে শোকের ছায়া।
ক্রিকেট মাঠ থেকেও সেই শোকের আবহে স্পর্শ রাখলেন সিরাজ। দীর্ঘ সময় ধরে উইকেট না পাওয়া, ক্যাচ পড়া আর ইংল্যান্ডের রিকভারির পর অবশেষে স্মিথকে পেছনে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন তিনি। সেই উইকেট ছিল সিরাজের ইনিংসের প্রথম শিকার—আর উদযাপনটা হয়ে গেল হৃদয়ের ভাষায়।
এরপর ইনিংসের শেষ উইকেটটিও নেন সিরাজ—কার্সকে ৫৬ রানে ফিরিয়ে দেন, ইংল্যান্ড থামে ৩৮৭ রানে।
অবশ্য বল হাতে ভারতের নায়ক ছিলেন জাসপ্রীত বুমরাহ। তুলে নিয়েছেন দুর্দান্ত পাঁচ উইকেট—৫/৭৪। এই পারফরম্যান্সের সুবাদে উঠেছেন লর্ডসের সম্মানজনক অনার্স বোর্ডে।
দিয়োগো জোতার মৃত্যুতে শোক জানানোয় এর আগে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেও মাঠে '২০' নম্বর দেখিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবার সেই কাতারে নাম লেখালেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজও।
মন্তব্য করুন