স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

বড় ফাইনালে হারেন না এনজো

ক্লাব বিশ্বকাপের ট্রফি হাতে এনজো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
ক্লাব বিশ্বকাপের ট্রফি হাতে এনজো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে এমন কিছু নাম আছে, যারা শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বড় ম্যাচে নিজেদের উপস্থিতি দিয়েই প্রতিপক্ষের ভেতরে ভয়ের বাতাবরণ তৈরি করে দেন। আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ঠিক তেমনই একজন। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রমাণ করলেন—বড় ফাইনালে হারেন না এনজো।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত এই ফাইনালে চেলসি শুরু থেকেই আধিপত্য দেখায়। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের ভাগ্য গড়ে ফেলে ইংলিশ জায়ান্টরা। কোল পালমারের জোড়া গোল আর জোয়াও পেদ্রোর চোখধাঁধানো এক গোল মিলিয়ে প্রতিপক্ষের স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায়। তবে মাঠের মাঝমাঠে সবকিছুর ছন্দ বেঁধে রেখেছিলেন এনজো ফার্নান্দেজ। তার সঠিক পাস, বল কন্ট্রোল আর ধৈর্যশীল খেলার কারণে চেলসির আক্রমণাত্মক ছন্দ আরও ধারালো হয়ে ওঠে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর আবেগে ভেঙে পড়েন এনজো। পরিবারের সদস্যদের গ্যালারিতে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারেননি। সতীর্থদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরার আগেই চোখ বেয়ে গড়িয়ে পড়ে বিজয়ের অশ্রু। সেই মুহূর্তের ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

এই জয় দিয়ে এনজোর আন্তর্জাতিক ফাইনাল রেকর্ড আরও দৃঢ় হলো। জীবনের প্রতিটি বড় ফাইনালে মাঠে নেমেছেন, আর প্রতিটি ফাইনালেই শিরোপা হাতে ফিরেছেন। এমন অভূতপূর্ব সাফল্য খুব কম ফুটবলারেরই আছে।

এনজোর জেতা ফাইনালের তালিকা:

  • ২০২০ কোপা সুদামেরিকানা — ডিফেন্সা ওয়াই জুস্তিসিয়ার হয়ে
  • ২০২০ রেকোপা সুদামেরিকানা — ডিফেন্সা ওয়াই জুস্তিসিয়ার হয়ে
  • ২০২১ প্রফেশনাল লিগ — রিভার প্লেটের হয়ে
  • ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি — রিভার প্লেটের হয়ে
  • ২০২২ কাতার বিশ্বকাপ — আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে
  • ২০২৪ কোপা আমেরিকা — আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে
  • ২০২৪/২৫ কনফারেন্স লিগ — চেলসির হয়ে
  • ২০২৫ ক্লাব বিশ্বকাপ — চেলসির হয়ে

ক্লাব ও দেশের হয়ে এই অর্জন এনজোকে এনে দিয়েছে বিশেষ সম্মান। এখন তিনি বিশ্বের একমাত্র ফুটবলার, যিনি জাতীয় দল ও ক্লাব—উভয় ক্ষেত্রেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠে ফিফা প্যাচ পরার সম্মান অর্জন করেছেন।

তবে এই গল্পের মধ্যেও কিছু চ্যালেঞ্জ ছিল। চেলসির হয়ে একমাত্র ব্যর্থতা ছিল ২০২৩/২৪ মৌসুমের কারাবাও কাপ ফাইনালে লিভারপুলের কাছে হারা। তবে সাম্প্রতিক সাফল্য সেই ক্ষত পুরোপুরি মুছে দিয়েছে।

এনজোর এমন অবিশ্বাস্য রেকর্ড ফুটবলবিশ্বে তাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। প্রতিটি ফাইনালে যেন নিজের মেধা, দক্ষতা ও মানসিক দৃঢ়তা দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। শুধু ট্রফি জেতা নয়, মাঠে তার প্রতিটি পদক্ষেপেই ফুটে ওঠে পেশাদারিত্ব ও দায়িত্ববোধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীরের দুই দেশের ব্যাংক হিসাব ফ্রিজ

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল 

দেশে সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি : প্রেস উইং

সাতক্ষীরায় শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

যেদিকে চোখ যায় শুধু পানি

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

১৯৯২-৯৩ সালে জন্মগ্রহণকারীরা চাকরির আবেদনে বঞ্চিত হয়েছেন : সাকি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা!

যুবদল নেতা মাহাবুব হত্যায় আরও একজন গ্রেপ্তার

বিইউবিটিতে অনুষ্ঠিত হল পিএমসিসি ২০২৫-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন

১০

রাজধানীর মোহাম্মদপুরে ‘আয়েশা বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ২

১১

জালে ধরা পড়ল ৩ ‘পাখি মাছ’

১২

‘ময়না’ হলেন বুবলী

১৩

জামায়াতের উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ

১৪

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

১৫

‘আমার চোখে জুলাই বিপ্লব’ আইডিয়া প্রতিযোগিতায় প্রথম জবি, বাস্তবায়নে পাবে ১০ লাখ টাকা

১৬

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসির সচিব ড. ফখরুল

১৭

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত’

১৮

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

পার্সটুডের বিশ্লেষণ / যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি

২০
X