ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কিক-অফ সময় পরিবর্তন করা হয়েছে। আগামী মৌসুম থেকে ম্যাচটি রাত নয়টার বদলে সন্ধ্যা ছয়টায় (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম) শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী যার কিক-অফ রাত ১০টায়।
আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বসতে যাওয়া ফাইনাল দিয়েই নতুন সূচির যাত্রা শুরু হবে।
উয়েফা জানিয়েছে, ফাইনালের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার ও শিশুদের উপস্থিতি নিশ্চিত করা, টেলিভিশনে দর্শক বাড়ানো এবং ম্যাচ শেষে স্বাগতিক শহরে সমর্থকদের পার্টি উপভোগ সহজ করার জন্য। অতীতে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচগুলো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়ালে শেষ হতো প্রায় মধ্যরাতে, যা দর্শক ও সমর্থকদের জন্য ভোগান্তি তৈরি করত।
‘নতুন কিক-অফ সময় আরও সুবিধাজনক সম্প্রচার জানালা তৈরি করবে, যা টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বৈশ্বিক দর্শকসংখ্যা বাড়াতে সাহায্য করবে, বিশেষ করে তরুণ ভক্তদের কাছে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে,’ এক বিবৃতিতে বলেছে উয়েফা।
সমর্থকদের স্বার্থে কাজ করা সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)-এর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এফএসই নির্বাহী পরিচালক রোনান ইভেইন বলেন, ‘আগের চেয়ে আগে ম্যাচ শুরু হলে সমর্থকদের জন্য দিনভ্রমণ সহজ হবে, ভ্রমণজনিত চাপ কমবে এবং দেরি হলে রাতের চিন্তা ছাড়াই তারা পুরো আয়োজন উপভোগ করতে পারবেন।’
মন্তব্য করুন