শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না জানালেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মনুমেন্টালের গ্র্যান্ডস্ট্যান্ডে জড়ো দর্শক, পরিবারের আবেগঘন উপস্থিতি আর দুটি চমৎকার গোল—এসব মিলিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মাটিতে শেষ অফিসিয়াল কোয়ালিফায়ার ম্যাচটি এক ধরনের পার্টি ও বিদায়ের মিশেল হয়ে উঠল। ম্যাচ শেষে ভক্তদের কণ্ঠস্বর আর মেসির চোখে যে আর্দ্রতা ছিল, সেটাই আজকের খবরের মূল চিত্র।

মেসি বললেন ম্যাচ শেষে, কণ্ঠে মিশ্র আবেগ নিয়ে বলেন, ‘এভাবে শেষ করা—এটাই সবসময় আমার স্বপ্ন ছিল।’ ম্যাচটি ৩-০ আর্জেন্টিনার পক্ষে শেষ হয়; মেসি দুটি গোল করে নিজেই ফাইনালে স্বাক্ষর রাখলেন। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত অংশ হয়ে দাঁড়াল তার ভবিষ্যৎ সম্পর্কে সেই জটিল, যদিও সরল, একটা বাক্য ‘দেখা যাক।’

মেসিকে পরের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি খেলতে চাই—আমি মোটেও তা অস্বীকার করছি না—কিন্তু বয়সেরও তো একটা ব্যাপার আছে। সবচেয়ে যৌক্তিক হয়তো হবে না ভাবা যে আমি আবার খেলব। তবু আমি প্রতিদিন দেখি, কেমন লাগছে। ভালো লাগলে উপভোগ করছি, না লাগলে থাকব না—সেই নিয়মটাই। তাই এখনই সিদ্ধান্ত নেই নি; ‘দেখা যাক’।

তিনি নিজের শরীরের প্রতি সতর্কতাও দেখিয়েছেন: ‘ম্যাচ থেকে ম্যাচ, দিন থেকে দিন—আমি কেবল আমার শরীরের কথা শুনছি। পুরো সিজন শেষ করব, প্রি-সিজন থাকবে, তখনই ঠিক করব কেমন অনুভব করছি।’

এ ধরনের বাস্তববাদী সরলতা আর দায়িত্ববোধ তাকে ভক্তদের সামনে কেমন খোলামেলা করে তুলছে—সেটা স্পষ্ট।

এদিকে মেসি জানান যে, ইকুয়েডরের বিপক্ষে গুইয়াকিলে শেষ কোয়ালিফায়ারে তিনি খেলবেন না। তার অন্য কারণ থাকতে পারে তবে হয়তো তিনি আর্জেন্টিনার মাটিতে আইকনিক বিদায়ের চিহ্ন ফুটিয়ে দিলেন এর মাধ্যমে।

ফুটবল ইতিহাসে মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার মাস্টার—সর্বোচ্চ গোলদাতা, এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের নায়ক। ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক; এরপর ২০১৪ ও ২০২২—সেই কাহিনিই তাকে আজকের মঞ্চে এনে দাঁড় করিয়েছে। আর এখন—বয়স, ফিটনেস আর পরিবারের মতো বাস্তব বিষয়গুলো নিয়ে তিনি নিজে সংযমিত রয়েছেন।

সবশেষে—ভক্তরা কি ক্লান্ত বন্ধুর মতো তার ফুটবলের বিদায় চান নাকি আরও একবার বিশ্ববড় মঞ্চে তাকে দেখতে চান? মেসির উত্তর ছিল সংক্ষিপ্ত, মানবিক এবং বাস্তব: ‘দেখা যাক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়’

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

১০

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

১১

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

১২

বিএনপি-জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টার নিয়ে

১৩

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

১৪

ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

‘নজরুলের সাহিত্যকে প্রচলিত মাপকাঠিতে বিচার করা যায় না’

১৬

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৭

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

১৮

নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

১৯

‘বিএনপির প্রকৃত কর্মী আরেক কর্মীকে হুমকি দিতে পারে না’

২০
X