আর্জেন্টিনার জাতীয় দলের তারকা লিওনেল মেসি ইতিহাসের পাতায় আরও এক দাগ কাটলেন। ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে শেষ ম্যাচ খেললেন মেসি। আর এই ম্যাচ খেলার মাধ্যমে মেসির ৭২টি ম্যাচ খেলা হলো, যা দক্ষিণ আমেরিকার ফিফা কোয়ালিফায়ারের ইতিহাসে সর্বাধিক। এই সংখ্যা দিয়ে তিনি ইকুয়েডরের ইভান হার্তাদোর রেকর্ড সমান করলেন।
মেসির এই রেকর্ড আরেকদিক দিয়ে বিশেষ কারণ ৭২ ম্যাচের মধ্যে ৪৫টি তিনি আর্জেন্টিনার মাটিতে খেলেছেন। আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে তিনি এই রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখেন, যা সম্ভবত তার শেষ কোয়ালিফায়ার ম্যাচ হবে। মেসির কোয়ালিফায়ারে পরিসংখ্যানও চোখে পড়ার মতো: ৪০টি জয়, ২০টি ড্র এবং ১২টি পরাজয়।
ভেনেজুয়েলার বিরুদ্ধে গোল করার পাশাপাশি মেসি কোয়ালিফায়ারের ইতিহাসে সর্বাধিক গোলদাতার রেকর্ডও বাড়িয়েছেন। এখন তার সংগ্রহ ৩৭ গোল, যা তাকে বর্তমান আসরের সর্বাধিক গোলদাতার লুইস দিয়াজকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে। মেসি এই কৃতিত্ব প্রথম অর্জন করেছিলেন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর থেকে।
মেসি নিজেও এই ম্যাচকে বিশেষ মনে করছেন। তিনি ম্যাচের আগে জানান, ‘ভেনেজুয়েলার বিপক্ষে আমার জন্য খুবই বিশেষ ম্যাচ হবে, কারণ এটি আর্জেন্টিনার মাটিতে আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ। আমার স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাইবোন এবং যারা পারবেন তারা সবাই আমার সঙ্গে থাকবেন।’
কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচজন খেলোয়াড় (জাতীয় দল অনুযায়ী):
সার্বিক রেকর্ড (কোয়ালিফায়ার):
মন্তব্য করুন