যে বয়সে ক্যারিয়ারের সেরা সময় শুরু হতো, বড় দলগুলোর নজরে পড়ত সে বয়সেই না ফেরার দেশে চলে গেলেন মাত্র ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস। খেলা চলাকালেই গুরুতর আঘাত পান তিনি। আর তাতেই প্রাণ হারান এই তরুণ খেলোয়াড়।
জানা গেছে, স্পেনে ম্যাচ চলাকালীন মাঠে আঘাত পান রাউল। কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দেশটির পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে রেভিলার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান রামিরেস। ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।
তরুণ এই ফুটবলারের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। একই সঙ্গে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্দ্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে তারা। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউলের স্মরণে আগামী সপ্তাহে সব ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।
মন্তব্য করুন