দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের পরের ট্রফি বিতর্ক ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি ক্রিকেটে উত্তাপ বাড়ছে। সেই উত্তাপের পরিপ্রেক্ষিতে সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল সরাসরি আহ্বান জানালেন—পিসিবিকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে বহুজাতিক টুর্নামেন্টে ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দিতে হবে।
আকমল টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেন, এমন ঘটনার পর আর একইভাবে বসে থাকা যায় না। ‘আমাদের বোর্ডকে এখনই বলতে হবে—আমরা ভারতের সঙ্গে আর খেলব না। দেখুন, আইসিসি কী করে সেক্ষেত্রে। কিন্তু বাস্তবে পরিস্থিতি কঠিন, কারণ আইসিসির নেতৃত্ব একপ্রকার ভারতের হাতেই—তারা কীভাবে পদক্ষেপ নেবে?’ তিনি প্রশ্ন তুলেছেন।
এসব কিছুর সূত্রপাত অবশ্য ম্যাচ-পরবর্তী সেই অনুষ্ঠানের কারণে—যেখানে ভারতের দল মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মহসিন নাকভি—যিনি একই সঙ্গে এসিসি প্রধান ও পিসিবি চেয়ারম্যান—ট্রফি ধরে মঞ্চ থেকে বেরিয়ে যান; ফলে অনুষ্ঠান সেখানেই শেষ হয়ে যায়। টস-পর্বে শুরু হওয়া হ্যান্ডশেক অনাড়ম্বরতা, সোশ্যাল মিডিয়ায় দৃষ্টান্তহীন মন্তব্য এবং ম্যাচ রেফারি নিয়ে চাপ—সব মিলিয়ে দ্বিপক্ষীয় উত্তেজনা তুঙ্গে ওঠে।
আকমল আরও বলেন, ‘খেলার ক্ষেত্র হলো খেলা—এখানে কোনো দেশের রাজনৈতিক স্বার্থকে ঢুকতে দেওয়া যাবে না। একটি নিরপেক্ষ কমিটি গঠন করা উচিত—অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর প্রতিনিধিরা বসবে এবং সিদ্ধান্ত নেবে।’ তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রীড়া গুরুত্ব বজায় রাখতে এমন নিরপেক্ষতা বাধ্যতামূলক।
আকমল এটিকে সস্তা আচরণ হিসেবে অভিহিত করে দাবি করেন যে, ভারতীয় শিবির পুরো টুর্নামেন্টে সীমা পেরিয়েছে—হ্যান্ডশেক এড়ানো থেকে শুরু করে নানা অসভ্য আচরণ। তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে ভারত ক্রিকেট বিশ্বে আর সম্মান পাবে না; এটা ক্রীড়ার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে।’
মন্তব্য করুন