

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় খনি ধসে কমপক্ষে ২০০ জনের বেশি নিহত হয়েছেন। খনিটি বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে অবস্থিত।
প্রদেশের বিদ্রোহী সমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, বুধবার রাতের দিকে খনিটি ধসে পড়ে। আহত অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কয়েকজন মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের অনেকের অবস্থা গুরুতর।
মুইসা বলেন, খনির ভেতরে শ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ ২০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে উদ্ধার কাজ চলছে।
উত্তর কিভু প্রদেশের এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়োজিত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা এএফপিকে জানিয়েছেন, মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতের সংখ্যা অনেক বেশি হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে খনিতে বর্ষাকালের নরম ও দুর্বল মাটির কারণে ধসের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন