বিশ্ব ফুটবলে এক দশকেরও বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন সিআরসেভেন। মূলত তখনই এই দুই ফুটবল তারকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সমাপ্তি ঘটেছিল। ফুটবলের দুই মহারথী আলাদা আলাদা লিগ খেলার কারণে তাদের মধ্যকার দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে না। তবে শিগগিরই মেসি-রোনালদোর দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছে ফুটবল সমর্থকরা।
চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শেষের ঘোষণা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুই তারকার লড়াই আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক এক বিপণন কোম্পানি। তারা আল নাসর এবং ইন্টার মায়ামির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে চায় চীনে।
মেসি-রোনালদোর লড়াই আয়োজনের বিষয়টি সৌদি আরবের সাংবাদিক আলি আবদুল্লাহর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। আরেক সৌদি সাংবাদিক আলি আল এনেজিও খবরটি নিশ্চিত করেছেন। মেসি-রোনালদোর দ্বৈরথ দর্শকদের রোমাঞ্চ উপহার দেওয়ার পাশাপাশি বিশাল পরিমাণ আর্থিক জোগাড় করতে চায় প্রতিষ্ঠানটি।
জানুয়ারি মাসে মেসি-রোনালদো সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন সৌদিতে। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রোনালদোর রিয়াদ অল স্টারের বিপক্ষে মাঠে নামে মেসরি পিএসজি। দুই তারকার ধ্রুপদী লড়াইয়ে পিএসজি ৫-৪ গোলে হারিয়েছিল রোনালদোর রিয়াদ অল স্টারকে।
মন্তব্য করুন