দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের আজকের আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচের একটি মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যাচ্ছে লিওনেল মেসি উরুগুয়ে ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভিয়েরার টুঁটি চেপে ধরেছেন। এ ঘটনায় উরুগুয়ে মিডফিল্ডার ফেদেরিকো ভালভারদে আর্জেন্টিনা অধিনায়ককে তিরস্কার করে বলেন, ‘যা ইচ্ছে করে যাও’।
এখানেই থামেন নি ফেদে ভালভারদে। রিয়াল মাদ্রিদ তারকা টুইটে ওই ছবির সঙ্গে আরও লিখেছেন, ‘চালিয়ে যাও। তুমি কার্ডের আওতা মুক্ত, তোমার যা ইচ্ছে করে যাও। তারা তোমাকে কখনও হলুদ কার্ডও দেবে না।’
ঘটনার সূত্রপাত ম্যাচের ১৯ মিনিটে, আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও ম্যাথিয়াস অলিভিয়েরার মধ্যেকার তর্ক দিয়ে। মেসি যোগ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়, ঘটনা রূপ নেয় হাতাহাতিতে। প্রথমে মেসি ডান হাতের কনুই দিয়ে অলিভিয়েরার বুকে ধাক্কা দেন। পরবর্তীতে আট বারের বিশ্বসেরা ফুটবলার বাম হাতে অলিভিয়েরার টুটি চেপে ধরেন।
ঘটনার পর মেসি অনুতপ্ত নন, বরং উল্টো অলিভিয়েরাকেই উপদেশ দিচ্ছেন! ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘উত্তেজনাপূর্ণ ম্যাচে এমনটা হতেই পারে। এমন দ্বৈরথ বরাবরই কঠিন। কিন্তু এখানে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে।’ মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি তারকা ন্যাপোলি ডিফেন্ডার অলিভিয়েরার উদ্দেশে বলেন, ‘তরুণদের উচিত সিনিয়রদের কাছ শিক্ষা নেওয়া।’
মন্তব্য করুন