দিনো জফের ১ হাজার ১৪২ মিনিটের বিশ্ব রেকর্ড থেকে বেশ খানিকটা দূরে থাকলেও সেটা ভাঙা সম্ভব বলেই মনে হচ্ছিল। আর্জেন্টিনা ও এমিলিয়ানো মার্তিনেজের ফর্মের কারণেই জন্মেছিল ধারণাটা। কিন্তু রেকর্ড থেকে ৩৯০ মিনিট দূরে থামতে হলো আর্জেন্টিনা গোলরক্ষককে।
জাতীয় দলের হয়ে ৭৫২ মিনিট গোল হজম না করার রেকর্ড ভাঙল উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে। রোনাল্ড আউরাহোর গোলটা ছিল বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার পোস্টে প্রথম। শুক্রবার ম্যাচের আগে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের ১১৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে করেছিল সর্বশেষ গোলটি।
বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে পানামা (২-০), কুরাসাও (৭-০, ৮০ মিনিটে খেলেন), অস্ট্রেলিয়া (২-০) ও ইন্দোনেশিয়ার (২-০) বিপক্ষে ক্লিনশিট রাখেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রতিযোগিতামূলক ফুটবলেও সেটা বজায় রাখেন ইকুয়েডর (১-০), বলিভিয়া (৩-০), প্যারাগুয়ে (১-০) এবং পেরুর (২-০) বিপক্ষে ম্যাচে। উরুগুয়ের বিপক্ষে এসে গোল অক্ষত রাখার রেকর্ড ভাঙল।
১২ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি সময় গোলবার অক্ষত রাখার রেকর্ড গড়েন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। আগের রেকর্ড ছিল হারমান বারগোসের (৬০৮ মিনিট)। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে মধ্যে এ রেকর্ড গড়েছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক এ গোলরক্ষক। সেই রাতেই মার্তিনেজ টপকে যান আমেরিকো তোসোরিয়েরি (৫৫৩ মিনিট) ও সার্জিও রোমেরোকে (৫৭৬ মিনিট)।
মন্তব্য করুন