স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দেখা যায়নি মেসি-রিকেলমে জুটির ঝলক!

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা পড়তেন তিনি। মাঠে প্রায় সময় অলসভাবে দাঁড়িয়ে থাকতেন হুয়ান রোমান রিকেলমে। কিন্তু যখন বল পায়ে পেতেন, তখন তার জাদুতে অতুলনীয় মুগ্ধতা ছড়াতেন, তাই তাকে বলা হতো অলস জাদুকর।

রিকেলমের ক্যারিয়ার যখন মধ্য গগনে, তখন বিশ্বজুড়ে বাজছিল মেসি আগমন ধ্বনি। ২০০৬ বিশ্বকাপে এক সঙ্গে আর্জেন্টিনা দলে ছিলেন এই দুই তারকা। কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা, সেভাবে একসঙ্গে দেখতে পারেননি মেসি-রিকেলমের ঝলক। সে সময় একটা অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের বিরুদ্ধে। তিনি নাকি কখনোই মেসি-রিকেলমেকে একসঙ্গে খেলাতে চাননি। এর প্রমাণ পাওয়া যায়, ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষের ম্যাচে।

সে ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দুর্দান্ত খেলতে থাকা রিকেলমেকে তুলে নেন পেকারম্যান। গোল পরিশোধের পর ট্রাইব্রেকে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে খেলে জার্মানরা। সে ম্যাচে মেসিকে মাঠেই নামাননি আর্জেন্টাইন কোচ।

এরপর মেসি নিজেকে মেলে ধরলেও রিকেলমের সঙ্গে তার জুটি কখনোই জমে ওঠেনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও দুজন একসঙ্গে আলো ছড়িয়েছিলেন। খেলেছেন ২০০৭ কোপা আমেরিকাতেও। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের হয়তো আরও আনন্দ দিতে পারতেন তারা।

মেসি ও রিকেলমে একসঙ্গে আর্জেন্টিনাকে গৌরব এনে দিতে পারতেন ২০১০ বিশ্বকাপেই। কিন্তু সেটি হয়নি ডিয়েগো ম্যারাডোনার কারণে। ২০০৯ সালে ম্যারাডোনার ওপর অভিমান করে, জাতীয় দল থেকে সরে যান রিকেলমে।

মাত্র ২৭ ম্যাচে শেষ হয়ে য়ায় মেসি-রিকেলমে জুটির গল্প। আর্জেন্টিনার জার্সিতে ৫১ ম্যাচে ১৭ গোল করেন রিকেলমে। খেলা ছাড়ার ৯ বছর পর আনুষ্ঠানিভাবে বিদায় সংবর্ধনা পেলেন রিকেলমে। আয়োজিত হলো তার বিদায়ী ম্যাচ। মজার ব্যাপার হচ্ছে, রিকেলমের বিদায়ের ম্যাচে খেলেছেন মেসি। আর বিদায়ী ম্যাচে মেসিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিকেলমে, ‘মেসির খেলা আমার জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার। দুনিয়ার সেরা খেলোয়াড় সে। ম্যারাডোনা ও মেসির মতো দুই খেলোয়াড়কে পেয়ে আমরা আর্জেন্টাইনরা গর্বিত ও নিজেদের ভাগ্যবান মনে করি। আমার সৌভাগ্য যে আমি দুজনের সঙ্গেই খেলেছি।’

২০১৯ সালে রিকেলমের জন্য এমন একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু মেসি সেবার থাকতে পারেননি। মেসি না থাকায় হয়নি সেই ম্যাচ। এবার বিশ্বকাপজয়ী মেসিকে নিয়েই আয়োজিত রিকেলমের বিদায়ী ম্যাচ।

রিকেলমের কাছে যেটি স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু এটা নিশ্চিত, এই বিদায়ী ম্যাচে দুজনকে একসঙ্গে দেখে নতুন করে আপেক্ষ করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X