স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দেখা যায়নি মেসি-রিকেলমে জুটির ঝলক!

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা পড়তেন তিনি। মাঠে প্রায় সময় অলসভাবে দাঁড়িয়ে থাকতেন হুয়ান রোমান রিকেলমে। কিন্তু যখন বল পায়ে পেতেন, তখন তার জাদুতে অতুলনীয় মুগ্ধতা ছড়াতেন, তাই তাকে বলা হতো অলস জাদুকর।

রিকেলমের ক্যারিয়ার যখন মধ্য গগনে, তখন বিশ্বজুড়ে বাজছিল মেসি আগমন ধ্বনি। ২০০৬ বিশ্বকাপে এক সঙ্গে আর্জেন্টিনা দলে ছিলেন এই দুই তারকা। কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা, সেভাবে একসঙ্গে দেখতে পারেননি মেসি-রিকেলমের ঝলক। সে সময় একটা অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের বিরুদ্ধে। তিনি নাকি কখনোই মেসি-রিকেলমেকে একসঙ্গে খেলাতে চাননি। এর প্রমাণ পাওয়া যায়, ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষের ম্যাচে।

সে ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দুর্দান্ত খেলতে থাকা রিকেলমেকে তুলে নেন পেকারম্যান। গোল পরিশোধের পর ট্রাইব্রেকে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে খেলে জার্মানরা। সে ম্যাচে মেসিকে মাঠেই নামাননি আর্জেন্টাইন কোচ।

এরপর মেসি নিজেকে মেলে ধরলেও রিকেলমের সঙ্গে তার জুটি কখনোই জমে ওঠেনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও দুজন একসঙ্গে আলো ছড়িয়েছিলেন। খেলেছেন ২০০৭ কোপা আমেরিকাতেও। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের হয়তো আরও আনন্দ দিতে পারতেন তারা।

মেসি ও রিকেলমে একসঙ্গে আর্জেন্টিনাকে গৌরব এনে দিতে পারতেন ২০১০ বিশ্বকাপেই। কিন্তু সেটি হয়নি ডিয়েগো ম্যারাডোনার কারণে। ২০০৯ সালে ম্যারাডোনার ওপর অভিমান করে, জাতীয় দল থেকে সরে যান রিকেলমে।

মাত্র ২৭ ম্যাচে শেষ হয়ে য়ায় মেসি-রিকেলমে জুটির গল্প। আর্জেন্টিনার জার্সিতে ৫১ ম্যাচে ১৭ গোল করেন রিকেলমে। খেলা ছাড়ার ৯ বছর পর আনুষ্ঠানিভাবে বিদায় সংবর্ধনা পেলেন রিকেলমে। আয়োজিত হলো তার বিদায়ী ম্যাচ। মজার ব্যাপার হচ্ছে, রিকেলমের বিদায়ের ম্যাচে খেলেছেন মেসি। আর বিদায়ী ম্যাচে মেসিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিকেলমে, ‘মেসির খেলা আমার জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার। দুনিয়ার সেরা খেলোয়াড় সে। ম্যারাডোনা ও মেসির মতো দুই খেলোয়াড়কে পেয়ে আমরা আর্জেন্টাইনরা গর্বিত ও নিজেদের ভাগ্যবান মনে করি। আমার সৌভাগ্য যে আমি দুজনের সঙ্গেই খেলেছি।’

২০১৯ সালে রিকেলমের জন্য এমন একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু মেসি সেবার থাকতে পারেননি। মেসি না থাকায় হয়নি সেই ম্যাচ। এবার বিশ্বকাপজয়ী মেসিকে নিয়েই আয়োজিত রিকেলমের বিদায়ী ম্যাচ।

রিকেলমের কাছে যেটি স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু এটা নিশ্চিত, এই বিদায়ী ম্যাচে দুজনকে একসঙ্গে দেখে নতুন করে আপেক্ষ করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

হত্যা মামলায় ২ ভাইয়ের ফাঁসি

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

বিডিআর বিদ্রোহ মামলায় মুক্তি পেলেন ৩৭ জন

রান্না শিক্ষার কোর্সে ভিড়, সুযোগ পেতে বসতে হলো পরীক্ষায়

মাইকেয়ার হেলথ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারির অত্যাধুনিক মেশিন উদ্বোধন

আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে মেসি?

১০

নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

১১

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, মুহূর্তেই জানবেন যেভাবে 

১২

ট্রাকচাপায় সড়কেই প্রাণ গেল বাবা-মেয়ের

১৩

মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর

১৪

আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠান সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে : প্রধান বিচারপতি

১৫

রাতে ঘুমানোর আগে পানি খাওয়া ভালো নাকি খারাপ? জেনে নিন

১৬

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ

১৭

যে কারণে বিয়ের অনুষ্ঠানে নাচেন না রণবীর কাপুর

১৮

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদ, সম্পাদক মুদ্দাচ্ছির

১৯

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানাল রাজউক

২০
X