স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দেখা যায়নি মেসি-রিকেলমে জুটির ঝলক!

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ও হুয়ান রিকেলমে। ছবি : সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা পড়তেন তিনি। মাঠে প্রায় সময় অলসভাবে দাঁড়িয়ে থাকতেন হুয়ান রোমান রিকেলমে। কিন্তু যখন বল পায়ে পেতেন, তখন তার জাদুতে অতুলনীয় মুগ্ধতা ছড়াতেন, তাই তাকে বলা হতো অলস জাদুকর।

রিকেলমের ক্যারিয়ার যখন মধ্য গগনে, তখন বিশ্বজুড়ে বাজছিল মেসি আগমন ধ্বনি। ২০০৬ বিশ্বকাপে এক সঙ্গে আর্জেন্টিনা দলে ছিলেন এই দুই তারকা। কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা, সেভাবে একসঙ্গে দেখতে পারেননি মেসি-রিকেলমের ঝলক। সে সময় একটা অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের বিরুদ্ধে। তিনি নাকি কখনোই মেসি-রিকেলমেকে একসঙ্গে খেলাতে চাননি। এর প্রমাণ পাওয়া যায়, ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষের ম্যাচে।

সে ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দুর্দান্ত খেলতে থাকা রিকেলমেকে তুলে নেন পেকারম্যান। গোল পরিশোধের পর ট্রাইব্রেকে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিতে খেলে জার্মানরা। সে ম্যাচে মেসিকে মাঠেই নামাননি আর্জেন্টাইন কোচ।

এরপর মেসি নিজেকে মেলে ধরলেও রিকেলমের সঙ্গে তার জুটি কখনোই জমে ওঠেনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও দুজন একসঙ্গে আলো ছড়িয়েছিলেন। খেলেছেন ২০০৭ কোপা আমেরিকাতেও। কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের হয়তো আরও আনন্দ দিতে পারতেন তারা।

মেসি ও রিকেলমে একসঙ্গে আর্জেন্টিনাকে গৌরব এনে দিতে পারতেন ২০১০ বিশ্বকাপেই। কিন্তু সেটি হয়নি ডিয়েগো ম্যারাডোনার কারণে। ২০০৯ সালে ম্যারাডোনার ওপর অভিমান করে, জাতীয় দল থেকে সরে যান রিকেলমে।

মাত্র ২৭ ম্যাচে শেষ হয়ে য়ায় মেসি-রিকেলমে জুটির গল্প। আর্জেন্টিনার জার্সিতে ৫১ ম্যাচে ১৭ গোল করেন রিকেলমে। খেলা ছাড়ার ৯ বছর পর আনুষ্ঠানিভাবে বিদায় সংবর্ধনা পেলেন রিকেলমে। আয়োজিত হলো তার বিদায়ী ম্যাচ। মজার ব্যাপার হচ্ছে, রিকেলমের বিদায়ের ম্যাচে খেলেছেন মেসি। আর বিদায়ী ম্যাচে মেসিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিকেলমে, ‘মেসির খেলা আমার জন্য স্বপ্নের মতো একটা ব্যাপার। দুনিয়ার সেরা খেলোয়াড় সে। ম্যারাডোনা ও মেসির মতো দুই খেলোয়াড়কে পেয়ে আমরা আর্জেন্টাইনরা গর্বিত ও নিজেদের ভাগ্যবান মনে করি। আমার সৌভাগ্য যে আমি দুজনের সঙ্গেই খেলেছি।’

২০১৯ সালে রিকেলমের জন্য এমন একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু মেসি সেবার থাকতে পারেননি। মেসি না থাকায় হয়নি সেই ম্যাচ। এবার বিশ্বকাপজয়ী মেসিকে নিয়েই আয়োজিত রিকেলমের বিদায়ী ম্যাচ।

রিকেলমের কাছে যেটি স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু এটা নিশ্চিত, এই বিদায়ী ম্যাচে দুজনকে একসঙ্গে দেখে নতুন করে আপেক্ষ করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি মেডিসিনের পথপ্রদর্শক প্রাভা হেলথের ৮ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কেজিএফ নয়, আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা

ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না : ধর্ম উপদেষ্টা

এবার নিজ জেলায় ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

চাকসুর তফসিল ঘোষণার সময় জানাল প্রশাসন

ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিপ্লব হবে অপূর্ণ : ডা. তাহের

স্মরণসভায় সাংবাদিকরা / গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি আবদুস শহিদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

১০

নেইমারের জন্য আবার দুঃসংবাদ

১১

পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

১২

যেভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৩

‘রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পাঁয়তারা চালাচ্ছে শিবির’

১৪

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই বাসটি জব্দ

১৫

অভিনেত্রীর বাড়ি থেকে কোটি টাকার গহনা উধাও

১৬

বাংলাদেশের এলডিসি উত্তরণে আরও সময় প্রয়োজন : ডিসিসিআই সভাপতি

১৭

‘অলৌকিকভাবে’ ঘরবাড়িতে ধরছে আগুন, আতঙ্কে গ্রামবাসী

১৮

দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক খুন

১৯

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ

২০
X