গত জুনে ইন্টার মিলানকে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের ইতিহাসে আরও একটি প্রতিযোগিতার ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে ইংলিশ জায়ান্টরা। রাতে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে হারাতে পারলে প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করবে পেপ গার্দিওলার ম্যানসিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ক্লাব বিশ্বকাপে মহাদেশীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ক্লাবগুলো অংশগ্রহণ করে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের সুবাদে প্রথমবার এই আসরে অংশ নিয়েছে ম্যানসিটি। প্রতিযোগিতায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় পেপ গার্দিওলার শিস্যরা।
টুর্নামেন্টের আরেক সেমিতে আফ্রিকান চ্যাম্পিয়নস মিশরের আল আহলি কায়রোকে হারায় ফ্লুমিনেন্স। ফাইনালে ইংলিশ জায়ান্ট ম্যানিসিটির প্রতিদ্বন্দ্বিতা করবে লাতিন আমেরিকার প্রতিযোগিতা কোপা লিবার্তোদেস চ্যাম্পিয়ন ব্রাজিলের ক্লাবটি। যেখানে রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ চ্যাম্পিয়নস লিগ জয়ী মার্সেলো।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল। ২০০৯ সালে লিভারপুল এবং সবশেষ ২০২১ সালে চেলসি এ প্রতিযোগিতার শিরোপা জিতেছে। ফ্লুমিনেন্সকে হারাতে পারলে চতুর্থ ইংলিশ ক্লাব হিসেবে এই শিরোপা জিতবে পেপ গার্দিওলার ম্যানসিটি। সিটিজেনদের মতো ক্লাবের ১২১ বছরের ইতিহাসে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স।
মন্তব্য করুন