ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা হিসেবেই ধরা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। পৃথিবীর অন্যতম সেরা এই খেলোয়াড়ের সমকক্ষ সম্ভবত আর কাউকে পাওয়া যাবে না তবে মনে হচ্ছে মেসির ছেলে মাতেও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মায়ামির একাডেমিতে দুর্দান্ত এক হ্যাটট্রিকে তার আটবারের ব্যালন ডি’অর জয়ী বাবার কথাই মনে করালেন তিনি।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ছেড়ে মাত্র গত বছরেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি সঙ্গে নেন তার পরিবারকেও। সম্প্রতি মেসির দ্বিতীয় সন্তান মাতেও মায়ামি একাডেমির এক ম্যাচে হ্যাটট্রিক করেছেন। যে ম্যাচে তার গোলের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেসি ও আন্তোনেলা রোকুজ্জো দম্পতির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। বাবা মায়ামিতে খেলার কারণে থিয়াগো, মাতেওরা সুযোগ পায় মায়ামির একাডেমিতে। অবশ্য ফুটবলীয় দক্ষতায় বাবার সঙ্গে সবচেয়ে বেশি মিল ৮ বছরের মাতেওর।
"Mateo Messi": Por este video que se volvió viral del hijo de Lionel Messi en la academia del Inter Miami.pic.twitter.com/9rCMnbUpis — Tendencias en Argentina (@porqueTTarg) December 31, 2023
সম্প্রতি মায়ামি একাডেমিতে খেলা তার একটি ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মাতেওর বাবা মেসির মতো স্কিল ফুটবলপ্রেমীদের চোখ জুড়িয়েছে। তার ড্রিবলিং, বল দখল ও বল পাসের দক্ষতা প্রত্যেকটাই মনে করিয়ে দেয় বাবাকে। তবে মেসি যেখানে বাঁ পায়ে শট নেয় সেখানে মাতেওর পছন্দ ডান পা। ছোট্ট মেসি এরইমধ্যে দলের হয়ে ১০ গোল করেছেন এ ফরোয়ার্ড।
বাবার মতো ফুটবলীয় দক্ষতা অর্জন করতে সময়ই বলে দেবে তবে এ বয়সেই অনেক ভক্ত পেয়েছে মাতেও। ভবিষ্যত তারকা হওয়ার সব সম্ভাবনাই দেখা যায় তার মধ্যে।
মন্তব্য করুন