ভিনিসিয়ুস জুনিয়রের দাপটে বিধ্বস্ত হলো বার্সেলোনা। প্রথমার্ধে এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের কাছে আত্মসমর্পণ করে কাতালানরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-১ গোলে জয়ী হয়ে ১৩তম সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের রিয়াদের আল আওয়াল পার্কে হওয়া এ ম্যাচের সাত মিনিটেই জয়ের লক্ষে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহামের অফসাইড কাটিয়ে বল পান ভিনিসিয়ুস জুনিয়র। বল নিয়ে তিনি সরাসরি বক্সে ঢুকে জালে জড়ান বল। তিন মিনিট পরই ব্যবধান দিগুণ করে ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। কঠিন লড়াইয়ের পর ৩৩ মিনিটে লেভানদোস্কি এক গোল পরিশোধ করে। বিরতিতে যাওয়ার আগেই ফের ব্যবধান বাড়ায় ভিনিসিয়ুস। তুলে নেয় নিজের হ্যাটট্রিক। ৩৯ মিনিটে তাকে বক্সের মধ্যে ফেলে দেন আরোহো। আর সেখানে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ভিনিসিয়ুস।
বিরতি থেকে ফেরার পরও ছন্দ ধরে রেখে খেলে রিয়াল। ৬৪ মিনিটে রদ্রিগো চতুর্থ গোলটি করে। শেষ পর্যন্ত গোলের ব্যবধান ধরে রেখে শিরোপা উৎসবে মেতে ওঠে রিয়াল।
মন্তব্য করুন