স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসির গোলে মান রক্ষা মায়ামির

সমতায় ফেরানো গোলের পর লিওনেল মেসি।
সমতায় ফেরানো গোলের পর লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার কারসনের পুরো সন্ধ্যাটাই ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির দখলে। মেজর লিগ সকার-এমএলএসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পুরো সময় ইন্টার মায়ামিকে চাপে রাখে তারা। এগিয়েও ছিল ১-০ গোলে। এরপরও জয়ের রঙে রাঙাতে পারল ডেভিড বেকহামের সাবেক ক্লাবটি।

এর মূল কারণ যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে আছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। ম্যাচের পুরোটা সময় তিনি ম্লান থাকলেও একমুহূর্তের ঝলকে করে ফেলতে পারেন অনেক কিছু। ফেরাতে পারেন ম্যাচের রঙ। বদলে দিতে পারেন ফলাফল। বাংলাদেশ সময় সোমবার সকালে তেমনই এক ঝলক দেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচের যোগ করা সময়ে তার দুর্দান্ত গোলে বেকহামের সাবেক দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র মায়ামি।

এর আগে নিজেদের মাঠে ম্যাচের ৭৫ মিনিটে দেজান ইয়োভেলিচের গোলে এগিয়ে যায় গ্যালাক্সি। কিন্তু প্রতিপক্ষ দলের বিশ্বসেরা তারকা তাদের ৩ পয়েন্ট পেতে দিল না। যদিও বল দখলে স্বাগতিকদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল মায়ামি।

বল নিজেদের কাছে রাখা মানেই যে, ম্যাচে দাপট। তা কিন্তু নয়। এই চিত্র ফুটে ওঠে এ দিন। ম্যাচে ৬৪ শতাশং বল মায়ামির দখলে থাকলেও মেসি-সুয়ারেজরা শট নিতে পেরেছে ১১টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে ৩৬ শতাংশ বল রেখে গ্যালাক্সির গোলে শট নেয় ২৪টি। আর লক্ষ্যে ছিল ৯টি।

মায়ামির পয়েন্ট পাওয়ার আরেক নায়ক ডেরেক ক্যালেন্ডার। পুরো ম্যাচে পেনাল্টিসহ সর্বমোট ৮টি দুর্দান্ত শট সেভ করেন এই গোলকিপার। ম্যাচের প্রথমার্ধে মায়ামির জালে ১২টি শট নেয় গ্যালাক্সি। অন্যদিকে প্রতিপক্ষের পোস্টে মাত্র দুটি শট নেয় মেসির দল। যদিও গোল পায়নি কোনো দলই।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে ডেডলক ভাঙেন ইয়োভেলিচ। ১-০ গোলে এগিয়ে থাকায় রক্ষণে বেশি মনোযোগ দেয় গ্যালাক্সি। তবে ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যালাক্সির ডেলগাডো।

এর তিন মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষের বক্সের ভেতর বাঁ প্রান্তে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে জর্দি আলবা বল বাড়িয়ে দেন মেসির দিকে। জটলার ভেতর থেকেই নিখুঁত শটে গ্যালাক্সির জালে বল জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি।

এর আগে বুধবার মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করে মায়ামি। সেই ম্যাচে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে অবদান রাখেন দলের জয়ে।

জয় দিয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এক পয়েন্ট পেলেন মেসিরা। অন্যদিকে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুম শুরু করল গ্যালাক্সি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

খালি পেটে গরম পানিতে হবে ম্যাজিক!

পাকিস্তানে ১৯ সেনা নিহত হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরিফ

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

ভাঙ্গা মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৫

গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিলুফা চৌধুরী মনির

তরুণদের প্রথম ভোটটি হোক ধানের শীষে : টুকু

পল্লী বিকাশ কেন্দ্রে চাকরির সুযোগ

১৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

খুলনা, নোয়াখালী ও রংপুরে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

১১

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

১৩

প্রেমের টানে আসা তরুণী ভারতে ফিরলেন খালি হাতে

১৪

ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে : আমান

১৫

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা সকালে, কুষ্টিয়ায় দাফন

১৬

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

১৭

বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি : মামুনুল হক

১৮

বিএনপি একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গড়তে চায় : মোস্তফা জামান 

১৯

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বিএনপি : আনোয়ার 

২০
X