স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসির গোলে মান রক্ষা মায়ামির

সমতায় ফেরানো গোলের পর লিওনেল মেসি।
সমতায় ফেরানো গোলের পর লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার কারসনের পুরো সন্ধ্যাটাই ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির দখলে। মেজর লিগ সকার-এমএলএসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পুরো সময় ইন্টার মায়ামিকে চাপে রাখে তারা। এগিয়েও ছিল ১-০ গোলে। এরপরও জয়ের রঙে রাঙাতে পারল ডেভিড বেকহামের সাবেক ক্লাবটি।

এর মূল কারণ যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে আছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। ম্যাচের পুরোটা সময় তিনি ম্লান থাকলেও একমুহূর্তের ঝলকে করে ফেলতে পারেন অনেক কিছু। ফেরাতে পারেন ম্যাচের রঙ। বদলে দিতে পারেন ফলাফল। বাংলাদেশ সময় সোমবার সকালে তেমনই এক ঝলক দেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচের যোগ করা সময়ে তার দুর্দান্ত গোলে বেকহামের সাবেক দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র মায়ামি।

এর আগে নিজেদের মাঠে ম্যাচের ৭৫ মিনিটে দেজান ইয়োভেলিচের গোলে এগিয়ে যায় গ্যালাক্সি। কিন্তু প্রতিপক্ষ দলের বিশ্বসেরা তারকা তাদের ৩ পয়েন্ট পেতে দিল না। যদিও বল দখলে স্বাগতিকদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল মায়ামি।

বল নিজেদের কাছে রাখা মানেই যে, ম্যাচে দাপট। তা কিন্তু নয়। এই চিত্র ফুটে ওঠে এ দিন। ম্যাচে ৬৪ শতাশং বল মায়ামির দখলে থাকলেও মেসি-সুয়ারেজরা শট নিতে পেরেছে ১১টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে ৩৬ শতাংশ বল রেখে গ্যালাক্সির গোলে শট নেয় ২৪টি। আর লক্ষ্যে ছিল ৯টি।

মায়ামির পয়েন্ট পাওয়ার আরেক নায়ক ডেরেক ক্যালেন্ডার। পুরো ম্যাচে পেনাল্টিসহ সর্বমোট ৮টি দুর্দান্ত শট সেভ করেন এই গোলকিপার। ম্যাচের প্রথমার্ধে মায়ামির জালে ১২টি শট নেয় গ্যালাক্সি। অন্যদিকে প্রতিপক্ষের পোস্টে মাত্র দুটি শট নেয় মেসির দল। যদিও গোল পায়নি কোনো দলই।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে ডেডলক ভাঙেন ইয়োভেলিচ। ১-০ গোলে এগিয়ে থাকায় রক্ষণে বেশি মনোযোগ দেয় গ্যালাক্সি। তবে ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে—লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যালাক্সির ডেলগাডো।

এর তিন মিনিট পরই কাঙ্ক্ষিত গোল পায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষের বক্সের ভেতর বাঁ প্রান্তে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে জর্দি আলবা বল বাড়িয়ে দেন মেসির দিকে। জটলার ভেতর থেকেই নিখুঁত শটে গ্যালাক্সির জালে বল জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি।

এর আগে বুধবার মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করে মায়ামি। সেই ম্যাচে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করিয়ে অবদান রাখেন দলের জয়ে।

জয় দিয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে এক পয়েন্ট পেলেন মেসিরা। অন্যদিকে পয়েন্ট হারিয়ে নতুন মৌসুম শুরু করল গ্যালাক্সি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

চাকসু নির্বাচন / ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

চাটুকারিতাকে যেভাবে পররাষ্ট্রনীতিতে রূপ দিলেন শেহবাজ শরিফ

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

আগামীর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে মামলা

১০

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী 

১১

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

১২

কালবেলার সাংবাদিকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

১৩

জুলাই আন্দোলনে সামনের কাতারে ছিল তা’মীরুল মিল্লাতের ছাত্ররা : ভিপি সাদিক

১৪

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

১৫

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি কর্মীর মৃত্যু

১৬

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত

১৮

গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-মিসর-কাতার-তুরস্ক

১৯

নাগরিক সংলাপে বক্তারা / বিআরটিএর সেবা বেসরকারি খাতে দেওয়া উচিত হবে না 

২০
X